Friday, April 12, 2024

রোহিঙ্গা, স্থানীয়দের ভুয়া প্রত্যয়ন দিতেন টেকনাফের নুর হান

ফরহাদ মাহমুদ

জন্ম সনদ, চেয়ারম্যান সার্টিফিকেট এছাড়াও অন্যান্য আনুষঙ্গিক প্রত্যয়ন দেন টেকনাফের হ্নীলা ইউনিয়নের বাসিন্দা মো. নূর হান। টাকা দিলেই রোহিঙ্গা কিংবা স্থানীয়রা পেতেন এসব ভুয়া কাগজপত্র।

নুর হানের এই প্রতারণার খবর পেয়ে মঙ্গলবার দুপুরে চেয়ারম্যান সহ স্থানীয় লোকজন হাতে নাতে আটক করেন। এসময় তার ভাড়া বাসা থেকে বিপুল পরিমাণ ভুয়া কাগজপত্র উদ্ধার করা হয়।

পরে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আদনান চৌধুরী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযোগের প্রমাণ পাওয়ায় অভিযুক্তকে ২ বছরের কারাদণ্ড দেয়।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আদনান চৌধুরী বলেন, অভিযান পরিচালনা করে ৩৫৫ ধারায় তাকে ২ বছরের কারাদণ্ড দেওয়া হয়। যে কোন অপরাধের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান জানান, স্থানীয়দের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে নূর হানকে আটক করা হয়।

হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী বলেন, ভোটার ফাইল, চেয়ারম্যান সার্টিফিকেট সহ যাবতীয় সনদ তার কাছে আছে স্থানীয়দের এমন তথ্যের ভিত্তিতে মেম্বার, চৌকিদার সহ স্থানীয় লোকজন নিয়ে তাকে হাতে নাতে ধরি।

আটক নুর হান দীর্ঘদিন ধরে ভাড়া বাসা নিয়ে এসব জালিয়াতি করে আসছিলেন।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

You cannot copy content of this page