Thursday, April 18, 2024

টেকনাফের কবরস্থানে নির্মাণাধীন সেই অবৈধ স্থাপনা উচ্ছেদে উপজেলা প্রশাসন

ফরহাদ মাহমুদ, টেকনাফ

‘টেকনাফে কবরস্থানে নির্মাণ হচ্ছে অবৈধ স্থাপনা’ গতকাল টিটিএনে প্রকাশিত সংবাদটি নজরে পড়ার পর কাঞ্জরপাড়া জামে মসজিদের কবরস্থান দখলে নিয়ে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে নেমেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আদনান চৌধুরী।

শনিবার (২ মার্চ) ১২ টার সময় এ অভিযান পরিচালনা করেন তিনি। এসময় অভিযানের নেতৃত্ব দেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা। এসময় উপস্থিত ছিলেন হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমেদ আনোয়ারী ও স্থানীয় ইউপি সদস্য শাহ জালাল৷

এলাকাবাসীকে সাথে নিয়ে ইউএনও মোহাম্মদ আদনান চৌধুরী জনহিতকর এ কাজ পরিচালনা করেন। এসময় মহল্লার সকল স্তরের মানুষ উপস্থিত ছিলেন

স্থানীয় নুরুল আমিন, আব্দুস শুক্কুর কোম্পানি ও
মো ইসমাইল জানান, টেকনাফ উপজেল নির্বাহী কর্মকর্তার এ উদ্যোগে আমরা এলাকাবাসী অত্যন্ত খুশি হয়েছি। কবরস্থান কখনো জ্যান্ত মানুষ দখলে রেখে অবৈধ স্থাপনা নির্মাণ করে রাখতে পারে না। এ অবৈধ স্থাপনা উচ্ছেদে উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আদনান চৌধুরী জানান, সংবাদ পাওয়ার পর আমরা এটি উচ্ছেদ করতে কবরস্থানে নির্মিত স্থাপনা অভিযানে এসেছি।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

You cannot copy content of this page