রোতাব চৌধুরী:
কক্সবাজারে শুরু হয়েছে ভূমি সেবা সপ্তাহ-২০২৩। চলবে ২২ মে থেকে ২৮ মে পর্যন্ত।
” স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়” এ প্রতিপাদ্যে জেলা প্রশাসনের আয়োজনে শুরু হয় ভূমি সেবা সপ্তাহ । সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বেলুন উড়িয়ে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান।
পরে শহিদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন তিনি।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখেছিলেন তা এখন স্মার্ট বাংলাদেশের দিকে ধাবিত হচ্ছে।দেশের প্রায় সকল দাপ্তরিক কার্যক্রম এখন ডিজিটাল প্রযুক্তিতে সেবা প্রদান করা হচ্ছে। ভূমি সেবা করা হয়েছে ডিজিটালাইড। এখন ঘরে বসেই ভূমি সেবা সহজে নেওয়া যায়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব জাহিদ ইকবাল,সদর উপজেলা চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া, সহকারী কমিশনার (ভূমি) জিল্লুর রহমান সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এদিকে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে সদর উপজেলা ভূমি অফিস কার্যালয় চত্বরে ভূমি সেবার একটি বুথ স্থাপন করা হয়েছে। এই বুথে নামজারি, ভূমি উন্নয়ন কর প্রদানসহ ভূমি সংক্রান্ত যাবতীয় সেবা দেওয়া হবে।