এমরান হোসাইন:
মুড়ির মোয়ার মধ্যে অভিনব কায়দায় ইয়াবা পাচারকালে চট্টগ্রামের কর্ণফুলি এলাকা থেকে ১২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৭
রবিবার (২১ মে) বিকাল ৫টার দিকে চট্টগ্রাম কর্নফুলী এলাকায় মহাসড়কের উপর একটি বিশেষ চেক পোস্ট স্থাপন করে প্রীয়োতোষ মজুমদার (৫০) কে আটক করে।
গ্রেফতারকৃত প্রীয়োতোষ মজুমদার চট্টগ্রাম আনোয়ার থানার মধ্যম বারখাইন এলাকার মানিক মজুমদারের ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট নিয়ে বাস করে কক্সবাজার থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে আসছে এক মাদক ব্যবসায়ী। পরে চট্টগ্রাম কর্নফুলী থানার কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের পাঁকা রাস্তার উপর একটি বিশেষ চেক পোস্ট স্থাপন করে গাড়ী তল্লাশী শুরু করে। এসময় একটি যাত্রীবাহী বাসকে চেক পোষ্টের দিকে আসতে দেখে থামানোর সংকেত দিলে ঐ বাসটি চেকপোষ্টের সামনে থামার সংগে সংগে ১ ব্যক্তি গাড়ি থেকে নেমে ১টি শপিং ব্যাগসহ সুকৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র্যাব সদস্যরা তাকে আটক করে।
পরবর্তীতে আসামীকে তল্লাশী করে তার ব্যাগ থেকে ৩টি মুড়ির মোয়ার প্যাকেটে মোট ২৭ টি মোয়ার ভিতরে সর্বমোট ১২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে এবং উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৩৬ লক্ষ টাকা।
র্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবৎ কক্সবাজার জেলা থেকে স্বল্পমূল্যে মাদকদ্রব্য ক্রয় করে চট্টগ্রাম সহ বিভিন্ন স্থানে পাইকারী ও খুচরা বিক্রি করে আসছে। সে বিভিন্ন সময় বিভিন্ন পদ্ধতি অনুসরণ করে ইয়াবাসহ অন্যান্য মাদক দ্রব্য পাচার করত।
আসামী এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য থানায় হস্তান্তর করা হয়েছে।