Wednesday, December 6, 2023

এপিবিএন এর এসআই রেজাউল স্বস্ত্রীক ইয়াবাসহ আটক

নিজস্ব প্রতিবেদক :

কক্সবাজারের কলাতলী থেকে ২০ হাজার ইয়াবাসহ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন এর একজন এস আই ও তার স্ত্রীকে আটক করেছে কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

শুক্রবার রাতে কলাতলীর গ্রীন লাইন পরিবহনের কাউন্টার থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন এপিবিএন এর এস আই রেজাউল করিম ও তার স্ত্রী মলিনা পাশা। রেজাউল করিম ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের টেকনাফ আলী খালি ক্যাম্পে কর্মরত।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টেকনাফ বিশেষ জোনে এস আই তন্তুনু চাকমা জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা কলাতলীতে অভিযান পরিচালনা করেন। এসময় তারা রেজাউল করিম ও তার স্ত্রীকে চ্যালেঞ্জ করে। পরে রেজাউল করিমের স্ত্রী মলিনা পাশার কাপড়ের ব্যাগ তল্লাশি করে ২০ হাজার ইয়াবা উদ্ধার করে। অভিযান নেতৃত্ব দানকারী কর্মকতা জানান, স্ব পরিবারে তারা ইয়াবার চালান নিয়ে কক্সবাজার থেকে ঢাকা যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।

আটককৃত এপিবিএন এর এস আই রেজাউল করিম ও তার স্ত্রী মলিনা পাশাকে জিজ্ঞাসাবাদ শেষ পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানান এই কর্মকতা।

 

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ