Wednesday, December 6, 2023

বলীখেলার উদ্বোধন করলেন এমপি কমল: ১ম দিনে জব্বারের বলীখেলার চ্যাম্পিয়ন ধরাশায়ী

সিয়াম সোহেল :

কক্সবাজারে শুরু হয়েছে ঐতিহ্যবাহী ডিসি সাহেবের বলি খেলা।

শুক্রবার বিকেলে কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে দুই দিনব্যাপী ডিসি সাহেবের বলি খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংসদ সদস্য সায়মুম সরওয়ার কমল।

এসব তিনি বলেন বলিদের প্রশিক্ষণসহ সার্বিক উন্নয়ন করা প্রয়োজন যাতে তারা নিজ নিজ এলাকায় সম্মানিত হন। এছাড়া জাতীয় সংসদে বলী খেলার জন্যে আলাদা ফেডারেশনের দাবী জানানোর কথাও জানান তিনি।

এ অঞ্চলের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে জড়িত এই বলি খেলা। গ্রামীণ সংস্কৃতি দিন দিন যেভাবে হারিয়ে যাচ্ছে তা ধরে রাখার জন্যে এই আয়েজন করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান।

কক্সবাজার স্টেডিয়ামে ১৯৫৬ সাল থেকে শুরু হওয়া বলীখেলার ৬৮ তম আসর এটি। যাতে অংশ নিচ্ছে ২০০ বলী। প্রথম দিনে ঘটে অঘটন, চট্টগ্রামের জব্বারের বলী খেলার এবারের চ্যাম্পিয়ন শাহজালাল বলীকে ২ নং মেডেলের খেলায় পরাজিত করেন মহেশখালীর কালামিয়া বলি। শনিবার চুড়ান্ত মেডেলের খেলা অনুষ্ঠিত হবে। বলীখেলার অন্যতম আকর্ষণ বলী নাচের মধ্য দিয়ে শেষ হয় প্রথমদিনের খেলা।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ