আজকের দিনে গোপালগঞ্জে যাওয়া কতটা যুক্তিসঙ্গত? এনসিপিকে প্রশ্ন ছাত্রদল নেতার
গোপালগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার নিন্দা জানালেও একটি প্রশ্ন তুলেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন।
তিনি বলেছেন, “আজকের দিনে গোপালগঞ্জে যাওয়া এনসিপির কতটা যুক্তিসঙ্গত, তা জনগণের কাছে আমাদের প্রশ্ন।”
বুধবার বিকালে চট্টগ্রামের ষোলশহরে ‘জুলাই অগাস্টের গণ অভ্যুত্থানে শহীদ ছাত্রদল নেতা ওয়াসিম আকরামসহ সব শহীদদের বীরত্বগাথা স্মরণে’ চট্টগ্রাম বিভাগীয় ছাত্রদলের এক সমাবেশে এ কথা বলেন নাছির।
অভ্যুত্থানের বর্ষপূর্তিতে ১ জুলাই থেকে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এর অংশ হিসেবে দেশের বিভিন্ন জেলা ঘুরে বুধবার গোপালগঞ্জে পদযাত্রা করে দলটি।
গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনার গ্রামের বাড়ি ও নির্বাচনি এলাকা। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা হলেও গোপালগঞ্জে দলটির ব্যাপক প্রভাব রয়েছে।
এনসিপির কেন্দ্রীয় নেতারা এদিন গোপালগঞ্জে গিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলার মুখে পড়েন। সেখানে পুলিশের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রায় পাঁচ ঘণ্টা ধরে সংঘর্ষ চলে, তাতে নিহত হন অন্তত চারজন।
দীর্ঘ সময় পুলিশ সুপার কার্যালয়ে আটকে থাকার পর এনসিপি নেতারা সেনাবাহিনীর সাঁজোয়া যানে করে গোপালগঞ্জ ত্যাগ করেন।
এমন এক দিনে এনসিপি গোপালগঞ্জে গেছে, যেদিন ওয়াসিম ও আবু সাঈদদের মত শহীদদের স্মরণে ‘জুলাই শহীদ দিবস’ পালিত হচ্ছে। সে বিষয়টি নিয়েই প্রশ্ন তুলেছেন ছাত্র দলের সাধারণ সম্পাদক নাছির।
আবু সাঈদ ও ওয়াসিমদের মৃত্যুদিবসে বড় আকারে সরকারি কর্মসূচি না রাখায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।
জামায়াত ইসলামীর সমালোচনা করে ছাত্রদল নেতা নাছির বলেন, “দেশের সৎ ও সাহসী প্রশাসনিক লোকজনকে জামায়াতের পরামর্শে গুরুত্বপূর্ণ জায়গা থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। সেখানে আওয়ামী উচ্ছিষ্টভোগীদের পদায়ন করা হয়েছে।”
এ কারণেই আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে বলে মন্তব্য করেন ছাত্রদলের সাধারণ সম্পাদক।
তিনি বলেন, “জামায়াত আমির শফিকুল ইসলাম আওয়ামী সন্ত্রাসীদের স্টাইলে বিএনপির উদ্দেশ্যে বক্তব্য রাখছেন। জনাব তারেক রহমানের বিরুদ্ধে অযৌক্তিকভাবে যে অশ্লীল কটূক্তি করা হয়েছে, আমরা মনে করি অবিলম্বে তারা ভুল স্বীকার করবে।”
চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ের বিক্ষোভের সমালোচনা করে তিনি বলেন, “কিছুদিন আগে ছাত্রদলের কমিটি গঠনকে কেন্দ্র করে গুপ্ত সংগঠন সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মববাজি করেছিল। তাদের পক্ষ নিয়েছিলেন উপাচার্য। আমরা এর নিন্দা জানাই।”
নাছির বলেন, “কেউ প্রকাশ্য রাজনীতিতে এলে আমরা স্বাগত জানাব। কিন্তু গুপ্তভাবে কোনো অপপ্রচার ও প্রপাগান্ডা ছড়িয়ে ষড়যন্ত্র করলে ছাত্রদল তা শক্তভাবে মোকাবেলা করবে।”
আগামী দুই মাসের মধ্যে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলের কমিটি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, “তাতে কেউ বাধা দিলে সমুচিত জবাব দিতে ছাত্রদল প্রস্তুত রয়েছে।”
শিবিরের নেতাকর্মীরা জুলাই অভ্যুত্থানে তাদের সম্পৃক্ততার ‘উল্লেখযোগ্য প্রমাণ দিতে ব্যর্থ হয়েছে’ বলেও দাবি করেন ছাত্রদল নেতা নাছির।
চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলমের সভাপতিত্বে ও সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিনের সঞ্চালনায় এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে কেন্দ্রীয় ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়া বক্তব্য দেন।
সুত্র: বিডিনিউজ২৪.কম