Sunday, February 25, 2024

কক্সবাজারকে স্মার্ট শহরে উন্নীত করা হবে: হুইপ কমল

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারে ভূমিহীনদের ভূমি বন্দোবস্ত, কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ, কক্সবাজারের সকল সড়ককে আধুনিকীকরণ করা হবে। এছাড়া সম্মিলিত প্রচেষ্টায় কক্সবাজারকে স্মার্ট শহরে পরিণত করার উদ্যোগ নেওয়া হবে। গতকাল রোববার (২৮ জানুয়ারি) বিকেলে কক্সবাজার পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানে আয়োজিত গণসংবর্ধনা সভায় সংবর্ধিত অতিথির বক্তব্যে কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ সাইমুম সরওয়ার কমল এ কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, আগে এমপি ছিলাম, প্রধানমন্ত্রী আমাকে হুইপ মনোনীত করেছেন।
এখন এলাকার মানুষের জন্য আরও বেশি কাজ করার সুযোগ পাব। আমি হুইপ হিসেবে নয়, আপনাদের কমল হয়েই সব সময় পাশে থাকতে চাই।

বিগত সংসদ নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করতে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন সবার প্রতি ধন্যবাদ জানান নবনিযুক্ত এ হুইপ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী বলেন, দীর্ঘ সময় ধরে কক্সবাজারের মানুষ এ সম্মানের জন্য অপেক্ষায় ছিলেন। প্রধানমন্ত্রী কমল এমপিকে হুইপ নিযুক্ত করে কক্সবাজারবাসীকে ধন্য করায় আমরা মহান স্রষ্টার প্রতি শুকরিয়া জানাই।
কক্সবাজার পৌরসভার মেয়র, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় আরও বক্তব্য দেন, কক্সবাজার পৌরসভার সাবেক চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগ নেতা বীরমুক্তিযোদ্ধা নুরুল আবছার, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল হক মুকুল, কক্সবাজার জেলা দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট ফরিদুল আলম, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রনজিৎ দাশ, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হামিদা তাহেরসহ অন্যান্য নেতাকর্মীরা।

এর আগে জাতীয় সংসদের হুইপ সাইমুম সরওয়ার কমল বেলা সাড়ে ১২টার দিকে বিমানে করে কক্সবাজার পৌঁছান। সার্কিট হাউসে অবস্থান শেষে বিকেল ৩টায় কক্সবাজার পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় যোগ দেন তিনি।

সংবর্ধনা সভা শেষে বিকেল সাড়ে ৫টায় রামুর উদ্দেশ্যে যাত্রা করেন হুইপ। রামুতে পৌঁছে তার বাবা, সাবেক সংসদ সদস্য ও রাষ্ট্রদূত ওসমান সরওয়ার আলম চৌধুরী এবং মা রওশন সরওয়ারের কবর জিয়ারত করেন। পরে ওসমান ভবনে দলীয় নেতা, আত্মীয়-স্বজন, সামাজিক নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন হুইপ কমল।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

You cannot copy content of this page