Sunday, April 14, 2024

সেফটিক ট্যাংক পরিস্কার করতে গিয়ে এক রোহিঙ্গার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :

কক্সবাজারে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে সেফটিক ট্যাংক পরিস্কার করতে গিয়ে এক রোহিঙ্গার মৃত্যু হয়েছে। এসময় একজন আহত হয়েছে।

বুধবার (২৪ জানুয়ারি) বিকালে উখিয়া উপজেলার কুতুপালং ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-১৫ ব্লকে এ ঘটনা ঘটে।

নিহত নুরুল বশর (৩০) উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। তিনি বেসরকারি সংস্থা ব্র্যাকের পরিচ্ছন্ন কর্মি। তবে আহত ব্যক্তি কুতুপালং ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা বলে তথ্য দিলেও তার নাম ও পরিচয় নিশ্চিত করতে পারেননি ওসি।

উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করে স্থানীয়দের বরাতে বলেন, বুধবার বিকালে উখিয়ার কুতুপালং ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-১৫ ব্লকে বেসরকারি সংস্থা ব্র্যাকের ব্যবস্থাপনায় থাকা টয়লেট্রিন ট্যাংক পরিস্কার করছিলেন কয়েকজন পরিচ্ছন্ন কর্মি। এক পর্যায়ে নুরুল বশর নামের এক কর্মি ট্যাংকের ভিতরে পড়ে যায়। এসময় সেখানে কাজ করতে থাকা আরেক পরিচ্ছন্ন কর্মি তাকে উদ্ধার করতে ট্যাংকে নামেন। এতে দুইজনই ট্যাংকের ভিতরে আটকে যায়। পরে খবর পেয়ে স্থানীয়রা একজনকে মৃত অবস্থায় এবং অপরজনকে মূর্মুষাবস্থায় উদ্ধার করে।

ওসি জানান, ঘটনায় আহত ব্যক্তিকে স্থানীয়রা রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন আইওএম পরিচালিত হাসপাতালে ভর্তি করে। এসময় তার অবস্থা আশংকাজনক হওয়ায় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করেছেন।

নিহতের লাশ হাসপাতাল থেকে স্বজনরা বাড়ীতে নিয়ে গেছেন বলে জানান শামীম হোসেন।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

You cannot copy content of this page