Sunday, April 14, 2024

মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির বিরুদ্ধে আমার লড়াই- তথ্য প্রতিমন্ত্রী

টিটিএন ডেস্ক

শপথ নিয়ে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, ‘আমি যে পদেই থাকি না কেন, আমার মূল লড়াই আসলে মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির বিরুদ্ধে। পাশাপাশি গণতন্ত্রবিরোধী অপশক্তির বিপক্ষে। আমার লড়াইটা সব সময় ওই জায়গায় থাকে।’

শপথগ্রহণের দিন গতকাল বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

এ সময় বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির পক্ষে কাজ করে যাওয়ার অঙ্গীকারও করেন নতুন তথ্য প্রতিমন্ত্রী।

আরাফাত বলেন, ‘প্রধানমন্ত্রী আমাকে যোগ্য মনে করেছেন। সেজন্য তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।’

মোহাম্মদ আলী আরাফাত ২০২২ সালে অনুষ্ঠিত আওয়ামী লীগের সম্মেলনে দলের কার্যনির্বাহী কমিটির সদস্য হন। এরপর ২০২৩ সালে অনুষ্ঠিত ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। দ্বাদশ জাতীয় নির্বাচনেও একইভাবে সংসদ সদস্য নির্বাচিত হন।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

You cannot copy content of this page