নিজস্ব প্রতিবেদক:
সেন্টমার্টিনে ঘূর্ণিঝড় মোখায় দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী ও স্বাস্থ্য সেবা প্রদান করেছে বাংলাদেশ নৌ বাহিনী। প্রায় ২ হাজার মানুষকে এ সেবা প্রদান প্রদান করা হয়।
মঙ্গলবার দুপুরে নৌ বাহিনীর ফরওয়ার্ড বেইজ স্টেশনে দ্বীপের বাসিন্দাদের হাতে এই ত্রাণ সামগ্রী তুলে দেন বানৌজা সমুদ্র জয় জাহাজের অধিনায়ক ক্যাপ্টেন মিজানুর রহমান৷
এসময় ত্রাণ সামগ্রী, স্বাস্থ্য সেবা প্রদানের পাশাপাশি স্থানীয়দের ওষুধ সামগ্রীও বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন সেন্টমার্টিন বেইজ স্টেশনের অফিসার ইনচার্জ লেফট্যানান্ট কমান্ডার সৈয়দ তৈমুর পাশা, লেফট্যানান্ট ইমাম হাসিব সহ অন্যান্য কর্মকর্তারা।