শাহেদ হোছাইন মুবিন :
ঘূর্ণিঝড় মোখার বিপদ কেটে যাওয়ায় আশ্রয় কেন্দ্র থেকে নিজ বাড়িতে ফিরেছে মানুষ। সারাদিন তাঁদের পাশে থেকে খাবার বিতরণসহ অভয় দিয়েছেন নৌকার মেয়র প্রার্থী মাহবুবুর রহমান চৌধুরী। মানুষ বাড়ি ফেরার পরও তিনি বিশ্রাম নেননি। রাতে সবার ঘরে ঘরে গিয়ে পুনরায় সবার খোঁজ নিয়েছেন।
রবিবার শহরের ২নং ওয়ার্ডের উত্তর নুনিয়ার ছড়া, শিল্প এলাকার মানুষের মাঝে রাতের খাবার নিয়ে যান নৌকার এই নয়া মাঝি। এসময় বিপদে তাঁকে পাশে পেয়ে বিনম্র চিত্তে কৃতজ্ঞতা প্রকাশ করেন জড়িয়ে ধরেন।
মাহবুবুর রহমান চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে মানবিক এই কার্যক্রম অব্যাহত থাকবে। ঘূর্ণিঝড়ের প্রভাবে ক্ষতি হওয়া বাড়ির নতুন করে করে দেওয়ার আশ্বাস দেন তিনি।
এর আগে তিনি কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের পক্ষ থেকে উমিদিয়া ও পেশকার পাড়ার আশ্রয় কেন্দ্রে এতিম ও আশ্রিত মানুষের মাঝে খাবার বিতরণ করেন।
এসময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনসহ কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।