ঢাকা ০৬:৪০ পূর্বাহ্ন, রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ২০ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টেকনাফে মানব পাচারে ‘জিরো টলারেন্স’ বলছে বিজিবি পালংখালী জামায়াতের কর্মী সমাবেশে জেলা আমীর আনোয়ারী-ষড়যন্ত্র মোকাবেলা করে দাঁড়ি পাল্লার বিজয়ে ঐক্যবদ্ধ হোন টেকনাফে ১৪ মামলার পলাতক আসামী মুন্না র‍্যাবের হাতে গ্রেফতার বিএফইউজে’র নির্বাহী পরিষদের সভায় সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার’র কমিটি অনুমোদন কক্সবাজার সৈকতে ‘লোক সমুদ্র’ ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫’ বাস্তবায়নে কক্সবাজারে ৫টি যুদ্ধজাহাজ মোতায়েন নৌবাহিনীর নারী নেতৃত্বকে জাতির গৌরব বললেন লুৎফুর রহমান কাজল কুতুবদিয়া প্রেসক্লাবের সভায় বক্তারা: ‎কুতুবদিয়ার অর্থনৈতিক উন্নয়নে পর্যটনের বিকল্প নেই ‎ রোহিঙ্গা প্রত্যাবাসনে আস্থা গড়ার বদলে চাপ সৃষ্টি করেছে বাংলাদেশ চৌফলদন্ডীর আমজাদ হত্যার আসামী ছৈয়দ নুর গ্রেফতার সমুদ্রবন্দর থেকে নামল সতর্ক সংকেত রোহিঙ্গা সংকটে জাতিসংঘের দ্বৈত ন্যারেটিভ: কেন এই দ্বন্দ্ব? উখিয়া হাসপাতালের ২ টন ময়লা অপসারণ করলো বিডি ক্লিন টিম মাতারবাড়িতে শ্রমিক দলের সভাপতি মামুনের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মধ্যরাতে ইডেন গার্ডেনের ‘ছাদ থেকে পড়ে’ যুবকের মৃত্যু!
ছাত্র ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী

৮ মাস পেরিয়ে গেলেও জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের বিচার শুরু হয়নি

শেখ হাসিনার পতনের পর শাসকের বদল হলেও শাসকের শ্রেণি চরিত্রের কোনো পরিবর্তন হয়নি। অভ্যুত্থানের চেতনা ফিকে হতে বসেছে। অভ্যুত্থানের ৮ মাস অতিক্রম হলেও জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের বিচার শুরু হয়নি।

গতকাল শনিবার বিকেলে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর ছাত্রসমাবেশে বক্তারা এসব কথা বলেন। ‘কোথাও আঘাত ছাড়া অগ্রসর সূর্যালোক নেই’ স্লোগান নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এই ছাত্রসমাবেশের আয়োজন করা হয়।

ছাত্র সমাবেশে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সভাপতি মাহির শাহরিয়ার রেজার সভাপতিত্ব করেন। এটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ।

সভাপতির বক্তব্যে মাহির শাহরিয়ার রেজা বলেন, ৫ আগস্ট স্বৈরাচার হাসিনার পতনের পর শাসকের বদল হলেও শাসকের শ্রেণিচরিত্রের কোনো পরিবর্তন হয়নি। অভ্যুত্থানের চেতনা ফিকে হতে বসেছে। অভ্যুত্থানের ৮ মাস অতিক্রম হলেও জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের বিচার শুরু হয়নি। এটি অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা৷

শিক্ষা খাতের সংস্কারের কোনো আলোচনা নেই উল্লেখ করে ছাত্র ইউনিয়নের এই নেতা বলেন, শত শত সংস্কারের আলাপের ভিড়ে শিক্ষা খাতের সংস্কারের কোনো আলাপ নেই। এটি মেনে নেওয়া যায় না। ছাত্র ইউনিয়ন তার জন্মলগ্ন থেকেই স্বৈরাচার, সাম্প্রদায়িকতা ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে এসেছে। মুক্তিযুদ্ধে ন্যাপ ও কমিউনিস্ট পার্টি মিলিতভাবে ২০ হাজার সদস্যের গেরিলা বাহিনী নিয়ে ছাত্র ইউনিয়ন লড়াই চালিয়ে এসেছে। ৭৩ বছরের পথচলায় ছাত্র ইউনিয়নকে ধ্বংস করবার বহু প্রচেষ্টা হয়েছে। কিন্তু যারা ছাত্র ইউনিয়নকে ধ্বংসের প্রচেষ্টা চালিয়েছে তারাই ধ্বংস হয়ে গেছে। ছাত্র ইউনিয়ন তার ইতিহাস অর্পিত দায়িত্ব নিয়ে একটি শোষণ-বৈষম্যহীন, অসাম্প্রদায়িক বাংলাদেশ, সকলের জন্য নিরাপদ বাংলাদেশ বিনির্মানের লড়াই চালিয়ে যাবে।

ছাত্র সমাবেশের পরে অপরাজেয় বাংলার পাদদেশেই প্রাক্তন পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। প্রাক্তন পুনর্মিলনীতে শুভেচ্ছা বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ও ছাত্র ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক এম এম আকাশ। তিনি বলেন, ছাত্র ইউনিয়ন তার জন্মলগ্ন থেকেই তার নীতি আদর্শ সমুন্নত রেখে তার লড়াই চালিয়ে এসেছে। ছাত্র ইউনিয়ন জুলাই গণ অভ্যুত্থানেও তার স্বকীয় অবস্থা বজায় রেখে লড়াই চালিয়েছে। কিছু ব্যক্তি ছাত্র ইউনিয়নের এই অর্জনকে খাটো করে দেখতে চায়। ছাত্র ইউনিয়ন সব অপশক্তিকে প্রত্যাখ্যাত করে সমাজ-প্রগতির লড়াই এগিয়ে নেবে।

সিপিবির সহকারী সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্র ইউনিয়ন নেতা মিহির ঘোষ বলেন, জুলাই অভ্যুত্থানের চেতনা ছিল বৈষম্যহীন সমাজ, যা মুক্তিযুদ্ধেরও আকাঙ্খা ছিল। তবুও অভ্যুত্থানের পরে মুক্তিযুদ্ধের উপর আঘাত এসেছে। ছাত্র ইউনিয়ন তার নিজস্ব গেরিলা বাহিনী নিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। স্বভাবতই ছাত্র ইউনিয়ন মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নিয়েছে। ছাত্র ইউনিয়নের এই নীতিনিষ্ঠ অবস্থানকে স্বাগত জানাই।

ছাত্র সমাবেশ শেষে সমাবেশ স্থল থেকে শুরু হয়ে একটি র‍্যালি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার সমাবেশস্থলে এসে শেষ হয়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

টেকনাফে মানব পাচারে ‘জিরো টলারেন্স’ বলছে বিজিবি

This will close in 6 seconds

ছাত্র ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী

৮ মাস পেরিয়ে গেলেও জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের বিচার শুরু হয়নি

আপডেট সময় : ০৩:০৪:৫০ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫

শেখ হাসিনার পতনের পর শাসকের বদল হলেও শাসকের শ্রেণি চরিত্রের কোনো পরিবর্তন হয়নি। অভ্যুত্থানের চেতনা ফিকে হতে বসেছে। অভ্যুত্থানের ৮ মাস অতিক্রম হলেও জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের বিচার শুরু হয়নি।

গতকাল শনিবার বিকেলে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর ছাত্রসমাবেশে বক্তারা এসব কথা বলেন। ‘কোথাও আঘাত ছাড়া অগ্রসর সূর্যালোক নেই’ স্লোগান নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এই ছাত্রসমাবেশের আয়োজন করা হয়।

ছাত্র সমাবেশে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সভাপতি মাহির শাহরিয়ার রেজার সভাপতিত্ব করেন। এটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ।

সভাপতির বক্তব্যে মাহির শাহরিয়ার রেজা বলেন, ৫ আগস্ট স্বৈরাচার হাসিনার পতনের পর শাসকের বদল হলেও শাসকের শ্রেণিচরিত্রের কোনো পরিবর্তন হয়নি। অভ্যুত্থানের চেতনা ফিকে হতে বসেছে। অভ্যুত্থানের ৮ মাস অতিক্রম হলেও জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের বিচার শুরু হয়নি। এটি অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা৷

শিক্ষা খাতের সংস্কারের কোনো আলোচনা নেই উল্লেখ করে ছাত্র ইউনিয়নের এই নেতা বলেন, শত শত সংস্কারের আলাপের ভিড়ে শিক্ষা খাতের সংস্কারের কোনো আলাপ নেই। এটি মেনে নেওয়া যায় না। ছাত্র ইউনিয়ন তার জন্মলগ্ন থেকেই স্বৈরাচার, সাম্প্রদায়িকতা ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে এসেছে। মুক্তিযুদ্ধে ন্যাপ ও কমিউনিস্ট পার্টি মিলিতভাবে ২০ হাজার সদস্যের গেরিলা বাহিনী নিয়ে ছাত্র ইউনিয়ন লড়াই চালিয়ে এসেছে। ৭৩ বছরের পথচলায় ছাত্র ইউনিয়নকে ধ্বংস করবার বহু প্রচেষ্টা হয়েছে। কিন্তু যারা ছাত্র ইউনিয়নকে ধ্বংসের প্রচেষ্টা চালিয়েছে তারাই ধ্বংস হয়ে গেছে। ছাত্র ইউনিয়ন তার ইতিহাস অর্পিত দায়িত্ব নিয়ে একটি শোষণ-বৈষম্যহীন, অসাম্প্রদায়িক বাংলাদেশ, সকলের জন্য নিরাপদ বাংলাদেশ বিনির্মানের লড়াই চালিয়ে যাবে।

ছাত্র সমাবেশের পরে অপরাজেয় বাংলার পাদদেশেই প্রাক্তন পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। প্রাক্তন পুনর্মিলনীতে শুভেচ্ছা বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ও ছাত্র ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক এম এম আকাশ। তিনি বলেন, ছাত্র ইউনিয়ন তার জন্মলগ্ন থেকেই তার নীতি আদর্শ সমুন্নত রেখে তার লড়াই চালিয়ে এসেছে। ছাত্র ইউনিয়ন জুলাই গণ অভ্যুত্থানেও তার স্বকীয় অবস্থা বজায় রেখে লড়াই চালিয়েছে। কিছু ব্যক্তি ছাত্র ইউনিয়নের এই অর্জনকে খাটো করে দেখতে চায়। ছাত্র ইউনিয়ন সব অপশক্তিকে প্রত্যাখ্যাত করে সমাজ-প্রগতির লড়াই এগিয়ে নেবে।

সিপিবির সহকারী সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্র ইউনিয়ন নেতা মিহির ঘোষ বলেন, জুলাই অভ্যুত্থানের চেতনা ছিল বৈষম্যহীন সমাজ, যা মুক্তিযুদ্ধেরও আকাঙ্খা ছিল। তবুও অভ্যুত্থানের পরে মুক্তিযুদ্ধের উপর আঘাত এসেছে। ছাত্র ইউনিয়ন তার নিজস্ব গেরিলা বাহিনী নিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। স্বভাবতই ছাত্র ইউনিয়ন মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নিয়েছে। ছাত্র ইউনিয়নের এই নীতিনিষ্ঠ অবস্থানকে স্বাগত জানাই।

ছাত্র সমাবেশ শেষে সমাবেশ স্থল থেকে শুরু হয়ে একটি র‍্যালি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার সমাবেশস্থলে এসে শেষ হয়।