ঢাকা ০৮:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কালারমারছড়ায় পুলিশের অভিযান: অস্ত্রসহ আটক ৩ মির্জা ফখরুলের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্যে সাক্ষাৎ সীমান্তে ৪ লাখ ইয়াবা জব্দ : ৬ মাসে ৪০ কোটি টাকার অধিক মূল্যের ইয়াবা উদ্ধার ৩৪ বিজিবির পেকুয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রোহিঙ্গা ক্যাম্প থেকে গ্রেফতার হলো রংপুরের মোবারক আলী হত্যা মামলার মূলহোতা মমিনুল টেকনাফে ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার মোনথা এখন প্রবল ঘূর্ণিঝড়, যাচ্ছে অন্ধ্রের দিকে প্রতিটি ভোটকেন্দ্রে ৩ অস্ত্রধারীসহ ১৩ জন আনসার নিয়োজিত থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা লরির ধাক্কায় লাইন থেকে উল্টে পড়লো ট্রেন, চাপা পড়ে নিহত ১ ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগের ১৯তম অ্যালামনাই পুনর্মিলনী ১২ ডিসেম্বর টিএসসি প্রাঙ্গণে কক্সবাজারের নুনিয়াছড়া থেকে পর্যটকবাহী জাহাজ যাবে সেন্টমার্টিন জেলা প্রশাসনের কর্মচারী নজরুল ইসলাম আর নেই: মঙ্গলবার সকাল ১০ টায় জানাজা ঘূর্ণিঝড় মোন্থার প্রভাবে ৫ দিন বৃষ্টির আভাস টেকনাফ পাহাড়ে পাচারকারীদের হাতে জিম্মি ২২ নারী-পুরুষ উদ্ধার ভুয়া কাগজে জমি দখলের চেষ্টা, আদালত রায় দিলো প্রকৃত মালিকের পক্ষে

১৪৪ ধারা ভেঙে পরীক্ষার হলে ঢুকে পড়লেন ছাত্রদল নেতা

নাটোরের বড়াইগ্রামে পরীক্ষা কেন্দ্রে ছাত্রদল নেতার ঢোকা নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন) সকালে এইচএসসি পরীক্ষা শুরুর কিছু আগে ওই ছাত্রদল নেতা উপজেলার বনপাড়া ডিগ্রি কলেজ পরীক্ষা কেন্দ্রে ঢোকেন বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস।

এর আগে কক্ষে ওই নেতা ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলছেন এমন একটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে। তারপর থেকে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনায় ১৪৪ ধারা ভাঙায় অভিযুক্ত ছাত্রদল নেতা রাকিব সরদারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে থানা পুলিশকে বলা হয়েছে। অভিযুক্ত রাকিব সরদার বনপাড়া পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক।

বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস বলেন, তিনি সকাল ৯টা ৪০ মিনিটে বনপাড়া ডিগ্রি কলেজ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করতে  যান। এসময় কেন্দ্র সংশ্লিষ্ট কর্মকর্তা, কক্ষ পরিদর্শক ও পরীক্ষার্থী ছাড়া অন্য কেউ ছিলেন না। তবে আসন দেখিয়ে দিতে একজন পরীক্ষার্থীর সঙ্গে কক্ষে প্রবেশ করেছেন রাকিব সরদার নামে একজন এমনটাই জানতে পেরেছি। এঘটনায় কেন্দ্র সচিব মিজানুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। আর ১৪৪ ধারা অমান্য করায় বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ব্যবস্থা নেয়ার জন্য অবহিত করা হয়েছে।

অভিযুক্ত রাকিব সরদার বলেন, ‘আমার চাচাতো বোনকে নিয়ে কেন্দ্রে প্রবেশ করেছিলাম। পরীক্ষা পরিদর্শন বা অন্য কোনো উদ্দেশ্য আমার ছিল না।’ তবে কেন্দ্রে প্রবেশ করা ভুল হয়েছে বলেও স্বীকার করেন তিনি।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গোলাম সারওয়ার জানান, কেন্দ্রে প্রবেশ করা ছাত্রদল নেতাকে আটকের প্রক্রিয়া চলমান রয়েছে।

আজ বৃহস্পতিবার থেকে দেশজুড়ে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষাকেন্দ্রগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে বিভিন্ন জায়গায় প্রশাসন পরীক্ষা চলাকালে নির্ধারিত সীমানায় ১৪৪ ধারা জারি করেছে।

সুত্র: সময় টিভি

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কালারমারছড়ায় পুলিশের অভিযান: অস্ত্রসহ আটক ৩

This will close in 6 seconds

১৪৪ ধারা ভেঙে পরীক্ষার হলে ঢুকে পড়লেন ছাত্রদল নেতা

আপডেট সময় : ১০:৪২:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫

নাটোরের বড়াইগ্রামে পরীক্ষা কেন্দ্রে ছাত্রদল নেতার ঢোকা নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন) সকালে এইচএসসি পরীক্ষা শুরুর কিছু আগে ওই ছাত্রদল নেতা উপজেলার বনপাড়া ডিগ্রি কলেজ পরীক্ষা কেন্দ্রে ঢোকেন বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস।

এর আগে কক্ষে ওই নেতা ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলছেন এমন একটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে। তারপর থেকে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনায় ১৪৪ ধারা ভাঙায় অভিযুক্ত ছাত্রদল নেতা রাকিব সরদারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে থানা পুলিশকে বলা হয়েছে। অভিযুক্ত রাকিব সরদার বনপাড়া পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক।

বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস বলেন, তিনি সকাল ৯টা ৪০ মিনিটে বনপাড়া ডিগ্রি কলেজ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করতে  যান। এসময় কেন্দ্র সংশ্লিষ্ট কর্মকর্তা, কক্ষ পরিদর্শক ও পরীক্ষার্থী ছাড়া অন্য কেউ ছিলেন না। তবে আসন দেখিয়ে দিতে একজন পরীক্ষার্থীর সঙ্গে কক্ষে প্রবেশ করেছেন রাকিব সরদার নামে একজন এমনটাই জানতে পেরেছি। এঘটনায় কেন্দ্র সচিব মিজানুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। আর ১৪৪ ধারা অমান্য করায় বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ব্যবস্থা নেয়ার জন্য অবহিত করা হয়েছে।

অভিযুক্ত রাকিব সরদার বলেন, ‘আমার চাচাতো বোনকে নিয়ে কেন্দ্রে প্রবেশ করেছিলাম। পরীক্ষা পরিদর্শন বা অন্য কোনো উদ্দেশ্য আমার ছিল না।’ তবে কেন্দ্রে প্রবেশ করা ভুল হয়েছে বলেও স্বীকার করেন তিনি।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গোলাম সারওয়ার জানান, কেন্দ্রে প্রবেশ করা ছাত্রদল নেতাকে আটকের প্রক্রিয়া চলমান রয়েছে।

আজ বৃহস্পতিবার থেকে দেশজুড়ে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষাকেন্দ্রগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে বিভিন্ন জায়গায় প্রশাসন পরীক্ষা চলাকালে নির্ধারিত সীমানায় ১৪৪ ধারা জারি করেছে।

সুত্র: সময় টিভি