কক্সবাজার শহরে এনসিপির সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে নিয়ে এনসিপি নেতা নাসিরুদ্দীন পাটোয়ারীর কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে কুতুবদিয়া উপজেলা বিএনপি।
শনিবার রাতে বড়ঘোপ বাজারে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।
বিক্ষোভ মিছিলটি বড়ঘোপ বাজারের ডাকবাংলো থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা গেইটে একটি প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
এ সময় বক্তারা বলেন, “সাবেক প্রতিমন্ত্রী ও জাতীয় নেতা সালাহউদ্দিন আহমদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য করে নাসিরুদ্দীন পাটোয়ারী তার রাজনৈতিক দৈন্যতার পরিচয় দিয়েছেন। এ বক্তব্য কেবল সালাহউদ্দিন আহমদ নয়, পুরো বিএনপি নেতাকর্মীদের প্রতি অবমাননাকর।”
বক্তারা অবিলম্বে এই বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশের আহ্বান জানান, অন্যথায় আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
এ সময় কুতুবদিয়া উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।
উক্ত মিছিল থেকে এনসিপি নেতাদের উপর হামলার চেষ্টা করা হয়েছে এবং ব্যানার ছিঁড়ে পুড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন এনসিপি কুতুবদিয়া উপজেলার যুগ্ম সমন্বয়কারী মোহাম্মদ সাজিদ।