কক্সবাজার অনুষ্ঠিত হয়েছে চকরিয়া সরকারী চিংড়ি এস্টেট চকরিয়ার পরিবেশ ও সামাজিক প্রভাব মূল্যায়ন (ESIA) বিষয়ে পরামর্শ ও প্রকাশনামূলক সভা।
সোমবার সকালে শহরের একটি হোটেলের সম্মেলন কক্ষে জেলা মৎস্য অধিদপ্তরের টেকসই উপকূলীয় ও সামুদ্রিক মৎস্য প্রকল্পের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড,মোহাম্মদ আব্দুর রউফ।
মৎস্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো: জিয়া হায়দার চৌধুরীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন টেকসই উপকূলীয় ও সামুদ্রিক মৎস্য প্রকল্পের পরিচালক মো আবদুস সাত্তার এবং জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন।
এতে স্বাগত বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা মো বদরুজ্জামান।
এ সময় পরিবেশ, মৎস্য অধিদপ্তর,প্রশাসনসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও চিংড়ি শিল্পের সাথে জড়িত ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় পরিবেশ বান্ধব উন্নত চিংড়ি চাষ এবং ব্যবস্থাপনা বিষয়ে প্রযুক্তি উদ্ভাবন,প্রক্রিয়াজাতকরণ, মান নিয়ন্ত্রণ ও বিপণন ব্যবস্থারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।