ঢাকা ০৫:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সেন্টমার্টিনে ৭ কোটি টাকা মূল্যের ১ লাখ ৪০ পিস ইয়াবা উদ্ধার: আটক ১৭ জন অর্থাভাবে চিকিৎসা বন্ধ হওয়া শিশু তৌহিদের জন্য ২০’হাজার টাকা অর্থসহায়তা পাঠালো উত্তর নলবিলা প্রবাসী ফাউন্ডেশন ডালাসে পর্দা উঠছে ৮ম বাংলা চলচ্চিত্র উৎসবের ৭৫-এ কবরী: তিন দিনব্যাপী উৎসব সমাবেশে যোগ দিতে জামায়াতকে এক জোড়া স্পেশাল ট্রেন বরাদ্দ রেলওয়ে কর্তৃপক্ষের জুমার দিনের আমল রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: ভেঙ্গে দেয়া হলো ডাকাত নবী হোসেনের আস্তানা `সরকার যথাযথ ব্যবস্থা না নেওয়ায় আওয়ামী সন্ত্রাসীরা বর্বরোচিত হামলা করেছে’ তৃষ্ণার জোড়া গোলে ভুটানকে আবার হারালো বাংলাদেশ কারফিউর মেয়াদ বাড়ায় রাতে গোপালগঞ্জে সুনসান নিরবতা ভাইয়ের বিয়ের বাজার করে ফিরছিলেন তরুণী, সড়ক দুর্ঘটনায় ঝরলো প্রাণ বিএনপি থেকে সংসদ নির্বাচন করতে চান ইঞ্জিনিয়ার সহিদুজ্জামান চকরিয়ার ফের সড়ক দূর্ঘটনায় একজন নিহত প্লাস্টিকের অদৃশ্য দূষণকে দৃশ্যমান করা হবে যেখানে “কক্সবাজার গোপালগঞ্জ না, এটি আন্তর্জাতিক শহর”

সমাবেশে যোগ দিতে জামায়াতকে এক জোড়া স্পেশাল ট্রেন বরাদ্দ রেলওয়ে কর্তৃপক্ষের

ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে যোগ দেওয়ার জন্য রাজশাহী ও সিরাজগঞ্জ থেকে এক জোড়া স্পেশাল ট্রেন বরাদ্দ দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

শনিবার (১৯ জুলাই) প্রথমবারের মতো সোহরাওয়ার্দী উদ্যানে “জাতীয় সমাবেশ” করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বিষয়টি নিশ্চিত করে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ বলেন, ‘‘ভাড়া, সার্ভিস চার্জ ও অন্যান্য পাওনা পরিশোধের সাপেক্ষে বিধি মোতাবেক ট্রেন দুটি বরাদ্দ দেওয়া হয়েছে। ট্রেন দুটির সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় যাতায়াতেও কোনো অসুবিধা হবে না।’’

রাজশাহী-ঢাকা-রাজশাহী রুটে ট্রেন বরাদ্দের জন্য জামায়াতের রাজশাহী মহানগরীর অফিস সেক্রেটারি কর্তৃক আবেদনের পরিপ্রেক্ষিতে রাজশাহী থেকে চলাচলকারী এ স্পেশাল ট্রেন বরাদ্দ করা হয়েছে বলে জানানো হয়েছে। ট্রেনটি শুক্রবার (১৮ জুলাই) দিবাগত রাত ১টায় ট্রেনটি রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছাড়বে এবং সমাবেশ শেষ করার পর শনিবার (১৯ জুলাই) রাত ৮টা ১৫ মিনিটে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে রাজশাহীর  উদ্দেশে ছেড়ে আসবে।

বাংলাদেশ রেলওয়ে রাজশাহীর জেনারেল ম্যানেজারের (পশ্চিম) পক্ষে সহকারী চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (পশ্চিম) মো. আব্দুল আওয়াল ১৬ জুলাই এ-সংক্রান্ত চিঠি ইস্যু করেছেন।

চিঠিতে বলা হয়েছে, রাজশাহী-ঢাকা-রাজশাহী রুটে চলাচলকারী ৭৫৫/৭৫৬ নং মধুমতি এক্সপ্রেস ট্রেনের সাপ্তাহিক বন্ধের দিন (শনিবার) স্পেশাল ট্রেনটি পরিচালিত হবে। এ ট্রেনে ১৪টি বগি থাকবে এবং মোট আসন সংখ্যা ১,১৭৯ টি। এর মধ্যে ২৪টি এসি বার্থ ও বাকিগুলো শোভন চেয়ার। মধুমতি এক্সপ্রেস ট্রেন পদ্মা সেতু হয়ে চলাচল করলেও এদিন তা যমুনা সেতু হয়ে চলাচল করবে। এছাড়াও ট্রেনটি উভয়পথে রাজশাহী বিশ্ববিদ্যালয়, হরিয়ান ও সরদহরোড স্টেশনে যাত্রাবিরতি থাকবে।

চিঠিতে আরও বলা হয়, উপর্যুক্ত তথ্যাদির আলোকে স্পেশাল ট্রেন পরিচালনা এবং প্রচলিত নিয়ম অনুসারে বর্ণিত ট্রেনগুলোর অগ্রিম ভাড়া, সার্ভিস চার্জ ও অন্যান্য সব পাওনা পরিশোধ সাপেক্ষে বিধি মোতাবেক পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

এ বিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরীর সহকারী সেক্রেটারী মো. শাহাদাৎ হোসাইন বলেন, ‘‘আগামীকালের (শনিবার) মহাসমাবেশ সফল করার জন্য আমরা ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছি। রাজশাহী মহানগরী থেকে ৭০টি বাস ও একটি ট্রেন রিজার্ভ করা হয়েছে। মহানগরীতে থেকে কমপক্ষে ২৫ থেকে ৩০ হাজার নেতাকর্মী সমাবেশে যোগদান করবেন। আমাদের রিজার্ভ ট্রেন সাড়ে ১২টায় রাজশাহী থেকে ছাড়বে। এছাড়াও আজকে বিকেল থেকে যত ট্রেন যাবে, সবগুলো ট্রেনের যাত্রীই আমাদের নেতাকর্মীরা।’’

এছাড়া জামায়াতে ইসলামীর সমাবেশ উপলক্ষ্যে সিরাজগঞ্জ বাজার-ঢাকা-সিরাজগঞ্জ রুটেও একটি স্পেশাল ট্রেন চলাচলের বরাদ্দ দেওয়া হয়েছে। গত ১৭ জুলাই বাংলাদেশ রেলওয়ে রাজশাহীর জেনারেল ম্যানেজারের (পশ্চিম) পক্ষ থেকে ডেপুটি চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট-১ মোসা. আরফিন নাহার বরাদ্দের চিঠিটি ইস্যু করেন। চিঠিতেও বলা হয়েছে, এক জোড়া স্পেশাল ট্রেন প্রচলিত নিয়ম অনুসারে অগ্রিম ভাড়া, সার্ভিস চার্জ ও অন্যান্য পাওনা পরিশোধ সাপেক্ষে পরিচালনা করা যেতে পারে।

সুত্র: ঢাকা ট্রিবিউন

ট্যাগ :

সেন্টমার্টিনে ৭ কোটি টাকা মূল্যের ১ লাখ ৪০ পিস ইয়াবা উদ্ধার: আটক ১৭ জন

This will close in 6 seconds

সমাবেশে যোগ দিতে জামায়াতকে এক জোড়া স্পেশাল ট্রেন বরাদ্দ রেলওয়ে কর্তৃপক্ষের

আপডেট সময় : ০৩:২৭:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে যোগ দেওয়ার জন্য রাজশাহী ও সিরাজগঞ্জ থেকে এক জোড়া স্পেশাল ট্রেন বরাদ্দ দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

শনিবার (১৯ জুলাই) প্রথমবারের মতো সোহরাওয়ার্দী উদ্যানে “জাতীয় সমাবেশ” করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বিষয়টি নিশ্চিত করে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ বলেন, ‘‘ভাড়া, সার্ভিস চার্জ ও অন্যান্য পাওনা পরিশোধের সাপেক্ষে বিধি মোতাবেক ট্রেন দুটি বরাদ্দ দেওয়া হয়েছে। ট্রেন দুটির সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় যাতায়াতেও কোনো অসুবিধা হবে না।’’

রাজশাহী-ঢাকা-রাজশাহী রুটে ট্রেন বরাদ্দের জন্য জামায়াতের রাজশাহী মহানগরীর অফিস সেক্রেটারি কর্তৃক আবেদনের পরিপ্রেক্ষিতে রাজশাহী থেকে চলাচলকারী এ স্পেশাল ট্রেন বরাদ্দ করা হয়েছে বলে জানানো হয়েছে। ট্রেনটি শুক্রবার (১৮ জুলাই) দিবাগত রাত ১টায় ট্রেনটি রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছাড়বে এবং সমাবেশ শেষ করার পর শনিবার (১৯ জুলাই) রাত ৮টা ১৫ মিনিটে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে রাজশাহীর  উদ্দেশে ছেড়ে আসবে।

বাংলাদেশ রেলওয়ে রাজশাহীর জেনারেল ম্যানেজারের (পশ্চিম) পক্ষে সহকারী চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (পশ্চিম) মো. আব্দুল আওয়াল ১৬ জুলাই এ-সংক্রান্ত চিঠি ইস্যু করেছেন।

চিঠিতে বলা হয়েছে, রাজশাহী-ঢাকা-রাজশাহী রুটে চলাচলকারী ৭৫৫/৭৫৬ নং মধুমতি এক্সপ্রেস ট্রেনের সাপ্তাহিক বন্ধের দিন (শনিবার) স্পেশাল ট্রেনটি পরিচালিত হবে। এ ট্রেনে ১৪টি বগি থাকবে এবং মোট আসন সংখ্যা ১,১৭৯ টি। এর মধ্যে ২৪টি এসি বার্থ ও বাকিগুলো শোভন চেয়ার। মধুমতি এক্সপ্রেস ট্রেন পদ্মা সেতু হয়ে চলাচল করলেও এদিন তা যমুনা সেতু হয়ে চলাচল করবে। এছাড়াও ট্রেনটি উভয়পথে রাজশাহী বিশ্ববিদ্যালয়, হরিয়ান ও সরদহরোড স্টেশনে যাত্রাবিরতি থাকবে।

চিঠিতে আরও বলা হয়, উপর্যুক্ত তথ্যাদির আলোকে স্পেশাল ট্রেন পরিচালনা এবং প্রচলিত নিয়ম অনুসারে বর্ণিত ট্রেনগুলোর অগ্রিম ভাড়া, সার্ভিস চার্জ ও অন্যান্য সব পাওনা পরিশোধ সাপেক্ষে বিধি মোতাবেক পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

এ বিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরীর সহকারী সেক্রেটারী মো. শাহাদাৎ হোসাইন বলেন, ‘‘আগামীকালের (শনিবার) মহাসমাবেশ সফল করার জন্য আমরা ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছি। রাজশাহী মহানগরী থেকে ৭০টি বাস ও একটি ট্রেন রিজার্ভ করা হয়েছে। মহানগরীতে থেকে কমপক্ষে ২৫ থেকে ৩০ হাজার নেতাকর্মী সমাবেশে যোগদান করবেন। আমাদের রিজার্ভ ট্রেন সাড়ে ১২টায় রাজশাহী থেকে ছাড়বে। এছাড়াও আজকে বিকেল থেকে যত ট্রেন যাবে, সবগুলো ট্রেনের যাত্রীই আমাদের নেতাকর্মীরা।’’

এছাড়া জামায়াতে ইসলামীর সমাবেশ উপলক্ষ্যে সিরাজগঞ্জ বাজার-ঢাকা-সিরাজগঞ্জ রুটেও একটি স্পেশাল ট্রেন চলাচলের বরাদ্দ দেওয়া হয়েছে। গত ১৭ জুলাই বাংলাদেশ রেলওয়ে রাজশাহীর জেনারেল ম্যানেজারের (পশ্চিম) পক্ষ থেকে ডেপুটি চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট-১ মোসা. আরফিন নাহার বরাদ্দের চিঠিটি ইস্যু করেন। চিঠিতেও বলা হয়েছে, এক জোড়া স্পেশাল ট্রেন প্রচলিত নিয়ম অনুসারে অগ্রিম ভাড়া, সার্ভিস চার্জ ও অন্যান্য পাওনা পরিশোধ সাপেক্ষে পরিচালনা করা যেতে পারে।

সুত্র: ঢাকা ট্রিবিউন