রাজধানী ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দূর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় কুতুবদিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ জামে মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যথোয়াইপ্রু মারমা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সাদাত হোসেন, কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরমান হোসেন, কুতুবদিয়া জামায়াতের আমীর আ.স.ম শাহারিয়ার চৌধুরীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে মাওলানা মোহাম্মদ জাফর মোনাজাত পরিচালনা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যথোয়াইপ্রু মারমা বলেন, “এই দূর্ঘটনা আমাদের হৃদয়কে নাড়িয়ে দিয়েছে। নিহতদের আত্মার শান্তি কামনা করছি এবং যারা আহত হয়েছেন, তাদের দ্রুত আরোগ্য কামনা করছি। এছাড়াও, ভবিষ্যতে যেন এমন মর্মান্তিক দূর্ঘটনা আর না ঘটে, আমরা সেই প্রার্থনাও করেছি।”
দোয়া মাহফিল শেষে সবাই নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন।