ঢাকা ০৮:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ১৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনার বিরোধিতা: প্যাথলজি রিপোর্টে স্বাক্ষরের দাবিতে সমাবেশ কুতুবদিয়া সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন আমরা ক্ষমতায় গেলে কারো প্রতি অন্যায় করব না-অধ্যক্ষ আনোয়ারী মালয়েশিয়ার উত্তাল সমুদ্রে বাংলাদেশের জয়গান মহেশখালী মাস্টারপ্ল্যান বাস্তবায়িত হলে দক্ষিণ চট্টগ্রাম হবে দেশের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র: ড. হামিদুর রহমান আযাদ মহেশখালীতে বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে পুড়ে গেছে ৪ বসতবাড়ি আরাকান আর্মির গুলিতে ২ জেলে আহত: হাসপাতালে ভর্তি গণসংযোগকালে হামিদুর রহমান আযাদ:ধলঘাট মাতার বাড়ির নামেই বাংলাদেশ পরিচিতি লাভ করবে কক্সবাজারে বিজিবির মহাপরিচালক-জাতীয় নির্বাচনে ৩৭ হাজার বিজিবির সদস্য মোতায়েন থাকবে- কারাগারে বন্দিদের নিরাপত্তা ও মানবাধিকার নিশ্চিত করতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা জামায়াত ক্ষমতায় গেলে দেশে আর পরিবারতন্ত্রের রাজনীতি থাকবে না: শফিকুর রহমান মানববন্ধনে স্বাধীন তদন্ত ও ২৪ ঘন্টার মধ্যে আরফাত সানির মুক্তি দাবি ছাত্র ইউনিয়ন জেলা সংসদের নতুন কমিটি: সভাপতি আরিফ, সম্পাদক রহমান মিজান ভারুয়াখালী ও রশিদ নগরে বাহাদুর- “লবণ শিল্প রক্ষা ও লবণচাষিদের জীবনমান উন্নয়নে দাঁড়ি পাল্লায় ভোট দিন” তেচ্ছিপুলে সিএনজি-ডাম্পার সংঘর্ষে প্রাণ গেলো ১২ বছর বয়সী কাজলের

বিএনপিতে যোগ দিচ্ছেন গণঅধিকারের রাশেদ খাঁন

  • টিটিএন ডেস্ক
  • আপডেট সময় : ১১:৪৮:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
  • 292

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশ নিতে বিএনপিতে যোগ দিতে যাচ্ছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন। তবে, তিনি কবে বিএনপিতে যোগ দেবেন এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি।

গণঅধিকারের একটি সূত্র বলছে, বিএনপি যুগপৎ আন্দোলনের সঙ্গীদের মধ্যে যাদের আসন ছাড় দিয়েছে, তাদের অনেকে ধানের শীষ মার্কায় নিয়ে নির্বাচন করার প্রস্তাব দিয়েছে বিএনপি। কারণ হিসেবে বিএনপি মনে করছেন ধানের শীষ মার্কায় নিয়ে নির্বাচন করলে জয় অধিকতর সহজ হবে। তাই শরিকদের মধ্যে ইতোমধ্যে ৩টি দলের শীর্ষ নেতা বিএনপিতে যোগদান করেছে। গণঅধিকার পরিষদও নির্বাচনে জয়ের কৌশলে হিসেবে ইতোমধ্যে রাশেদ খাঁনকে বিএনপিতে যোগদানের অনুমতি দিয়েছে।

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ঢাকা পোস্টকে বলেন, নির্বাচনের জয়ের কৌশলে হিসেবে আমরা পার্টি থেকে রাশেদ খাঁনকে বিএনপিতে যোগদানের অনুমতি দিয়েছি।

নুরুল হক নুর জানান, রাশেদ খাঁন ধানের শীষ মার্কায় নির্বাচন করলেও তিনি দলের প্রতীক ট্রাক নিয়েই নির্বাচন করবেন।

নুর ঢাকা পোস্টকে বলেন, ফ্যাসিবাদের উত্তাল সময়ে বিএনপি গণঅধিকার পরিষদসহ প্রায় ৪২টি রাজনৈতিক দল ও জোট আমরা ফ্যাসিবাদের পতনে একদফার দাবিতে যুগপৎ আন্দোলন করেছিলাম। সেই সময় থেকেই আমাদের আলাপ আলোচনা হয়েছে যে ফ্যাসিবাদের পতন পরবর্তী রাষ্ট্রকে নতুনভাবে গড়ে তোলার লক্ষ্যে আমরা রাষ্ট্র সংস্কার করব। সেই লক্ষ্যে আমরা যারা যুগপৎ আন্দোলন করেছি তারা একসঙ্গে নির্বাচন এবং একসঙ্গে আগামীতে জাতীয় সরকার গড়ব। যেহেতু আন্দোলনটি কার্যত বিএনপির নেতৃত্বেই হয়েছে তাদের সামগ্রিক সমন্বয়ের মাধ্যমেই হয়েছে। সেই ক্ষেত্রে বিএনপি নেতৃত্ব দিয়েছে।

তিনি আরও বলেন, বর্তমান আরপিও বিধান অনুযায়ী জোট করলেও নিজের মার্কায় ভোট করার বিধান আছে। স্বাভাবিকভাবেই সব এলাকায় হয়ত সব মার্কা নিয়ে সবাই জয় লাভ করতে পারবে না। যে কারণে আমাদের যুগপৎ আন্দোলনের শরীকদের অনেকেই নির্বাচনে জেতার কৌশল হিসেবে তারা বিএনপির প্রাথমিক সদস্য পদ নিয়ে ধানের শীষে নির্বাচন করছেন। যেহেতু আমরা একসঙ্গে সরকারও করব, আন্দোলন করেছি। আন্দোলন পরবর্তী গণ অভ্যুত্থানের পরবর্তী গত দেড় বছরে আমরা নিজেরা আলাপ আলোচনা সমন্বয়ের মাধ্যমে একই স্ট্যান্ডে কাজ করেছি।

গণঅধিকারের সভাপতি বলেন, আমাদের সাধারণ সম্পাদক রাশেদ খান যেখান থেকে নির্বাচন করছে সেখানে নির্বাচনের জয়লাভের কৌশলের জন্য আমরা তাকে দল থেকে এটা অনুমতি দিয়েছি, তিনি ধানের শীষে নির্বাচন করবে এবং তিনি গণঅধিকার পরিষদের পদ থেকে রিজাইন করবেন।

রাশেদ খাঁন পদত্যাগের পর দলীয় ফোরামে আলোচনা করে একজনকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করা হবে বলেও উল্লেখ করে নুর।

রাশেদ খাঁনের যোগাদানের বিষয়ে জানতে চাইলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, এই বিষয়ে আমি কিছু জানি না। তবে, বিএনপির একটি সূত্রে জানা গেছে, আগামী ২-৩ দিনের মধ্যে যোগ দিতে পারেন তিনি।

এরআগে নিজ দল বিলুপ্ত করে বিএনপিতে যোগদান করেছে বিএলডিপির সভাপতি শাহদাত হোসেন সেলিম, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, এলডিপির মহাসচিব রেদোয়ান আহমদে এবং এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ ও জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএমের) চেয়ারম্যান ববি হাজ্জাজ।

সুত্র: ঢাকা পোস্ট

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনার বিরোধিতা: প্যাথলজি রিপোর্টে স্বাক্ষরের দাবিতে সমাবেশ

This will close in 6 seconds

বিএনপিতে যোগ দিচ্ছেন গণঅধিকারের রাশেদ খাঁন

আপডেট সময় : ১১:৪৮:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশ নিতে বিএনপিতে যোগ দিতে যাচ্ছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন। তবে, তিনি কবে বিএনপিতে যোগ দেবেন এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি।

গণঅধিকারের একটি সূত্র বলছে, বিএনপি যুগপৎ আন্দোলনের সঙ্গীদের মধ্যে যাদের আসন ছাড় দিয়েছে, তাদের অনেকে ধানের শীষ মার্কায় নিয়ে নির্বাচন করার প্রস্তাব দিয়েছে বিএনপি। কারণ হিসেবে বিএনপি মনে করছেন ধানের শীষ মার্কায় নিয়ে নির্বাচন করলে জয় অধিকতর সহজ হবে। তাই শরিকদের মধ্যে ইতোমধ্যে ৩টি দলের শীর্ষ নেতা বিএনপিতে যোগদান করেছে। গণঅধিকার পরিষদও নির্বাচনে জয়ের কৌশলে হিসেবে ইতোমধ্যে রাশেদ খাঁনকে বিএনপিতে যোগদানের অনুমতি দিয়েছে।

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ঢাকা পোস্টকে বলেন, নির্বাচনের জয়ের কৌশলে হিসেবে আমরা পার্টি থেকে রাশেদ খাঁনকে বিএনপিতে যোগদানের অনুমতি দিয়েছি।

নুরুল হক নুর জানান, রাশেদ খাঁন ধানের শীষ মার্কায় নির্বাচন করলেও তিনি দলের প্রতীক ট্রাক নিয়েই নির্বাচন করবেন।

নুর ঢাকা পোস্টকে বলেন, ফ্যাসিবাদের উত্তাল সময়ে বিএনপি গণঅধিকার পরিষদসহ প্রায় ৪২টি রাজনৈতিক দল ও জোট আমরা ফ্যাসিবাদের পতনে একদফার দাবিতে যুগপৎ আন্দোলন করেছিলাম। সেই সময় থেকেই আমাদের আলাপ আলোচনা হয়েছে যে ফ্যাসিবাদের পতন পরবর্তী রাষ্ট্রকে নতুনভাবে গড়ে তোলার লক্ষ্যে আমরা রাষ্ট্র সংস্কার করব। সেই লক্ষ্যে আমরা যারা যুগপৎ আন্দোলন করেছি তারা একসঙ্গে নির্বাচন এবং একসঙ্গে আগামীতে জাতীয় সরকার গড়ব। যেহেতু আন্দোলনটি কার্যত বিএনপির নেতৃত্বেই হয়েছে তাদের সামগ্রিক সমন্বয়ের মাধ্যমেই হয়েছে। সেই ক্ষেত্রে বিএনপি নেতৃত্ব দিয়েছে।

তিনি আরও বলেন, বর্তমান আরপিও বিধান অনুযায়ী জোট করলেও নিজের মার্কায় ভোট করার বিধান আছে। স্বাভাবিকভাবেই সব এলাকায় হয়ত সব মার্কা নিয়ে সবাই জয় লাভ করতে পারবে না। যে কারণে আমাদের যুগপৎ আন্দোলনের শরীকদের অনেকেই নির্বাচনে জেতার কৌশল হিসেবে তারা বিএনপির প্রাথমিক সদস্য পদ নিয়ে ধানের শীষে নির্বাচন করছেন। যেহেতু আমরা একসঙ্গে সরকারও করব, আন্দোলন করেছি। আন্দোলন পরবর্তী গণ অভ্যুত্থানের পরবর্তী গত দেড় বছরে আমরা নিজেরা আলাপ আলোচনা সমন্বয়ের মাধ্যমে একই স্ট্যান্ডে কাজ করেছি।

গণঅধিকারের সভাপতি বলেন, আমাদের সাধারণ সম্পাদক রাশেদ খান যেখান থেকে নির্বাচন করছে সেখানে নির্বাচনের জয়লাভের কৌশলের জন্য আমরা তাকে দল থেকে এটা অনুমতি দিয়েছি, তিনি ধানের শীষে নির্বাচন করবে এবং তিনি গণঅধিকার পরিষদের পদ থেকে রিজাইন করবেন।

রাশেদ খাঁন পদত্যাগের পর দলীয় ফোরামে আলোচনা করে একজনকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করা হবে বলেও উল্লেখ করে নুর।

রাশেদ খাঁনের যোগাদানের বিষয়ে জানতে চাইলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, এই বিষয়ে আমি কিছু জানি না। তবে, বিএনপির একটি সূত্রে জানা গেছে, আগামী ২-৩ দিনের মধ্যে যোগ দিতে পারেন তিনি।

এরআগে নিজ দল বিলুপ্ত করে বিএনপিতে যোগদান করেছে বিএলডিপির সভাপতি শাহদাত হোসেন সেলিম, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, এলডিপির মহাসচিব রেদোয়ান আহমদে এবং এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ ও জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএমের) চেয়ারম্যান ববি হাজ্জাজ।

সুত্র: ঢাকা পোস্ট