কক্সবাজারের পেকুয়ায় পানিতে ডুবে জান্নাতুল নুর (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (১ নভেম্বর) উপজেলার রাজাখালী ইউনিয়নের মাতবর পাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।
নিহত জান্নাতুল নুর একই এলাকার হোসেন আলীর মেয়ে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শিশু জান্নাতুল নুর সকালে বাড়ির উঠানে খেলাধুলা করছিলো। খেলাধুলার এক ফাঁকে সবার অগোচরে পুকুরের পানিতে পড়ে যায় ৷ তাকে না পেয়ে সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে বাড়ির লোকজন। এক পর্যায়ে পুকুরে ভাসমান অবস্থায় পাওয়া যায় শিশু জান্নাতুল নুরকে৷ দ্রুত উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য নুরুল আলম বলেন, শিশুটি খেলাধুলার করার এক ফাঁকে বাড়ির পাশে একটি পুকুরে পড়ে যায়। পরে বাড়ির লোকজন পুকুরে ভাসমান অবস্থায় উদ্ধার করে।
রেজাউল করিম, পেকুয়া 



















