কক্সবাজারের পেকুয়ায় মনির উদ্দিন প্রকাশ মনু (৩৮) নামের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত ২টার দিকে উপজেলার শিলখালী থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে পরিত্যক্ত গোয়ালঘর থেকে একটি দেশীয় তৈরি এলজি ও ২রাউন্ড গুলি উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।
গ্রেফতারকৃত মনির উদ্দিন উপজেলার শিলখালী ইউপির ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি এবং মৃত কবির আহমদের ছেলে।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানাতে পারি আওয়ামী লীগ নেতা মনির উদ্দিন তার নিজ বাড়িতে অবস্থান করছেন। এমন সংবাদের ভিত্তিতে পেকুয়া থানার এসআই পল্লব ঘোষ এবং এএসআই খন্দকার শাহিন মিয়ার নেতৃত্বে সঙ্গে থাকা ফোর্সের সহায়তায় তার বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে পরিত্যক্ত গোয়ালঘর থেকে একটি দেশীয় তৈরি এলজি ও ২রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
রেজাউল করিম 

























