ঢাকা ০৬:১৯ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাংবাদিক হাফিজের বাবার ইন্তেকাল: টিটিএনের শোক “গোলদীঘিতে ধরা পড়া কাতলা মাছটি ১১ কেজি নয়, প্রকৃত ওজন ৬ কেজি” আসছে “মন্থা”, কক্সবাজারে বৃষ্টি গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে: আঘাত হানবে মঙ্গল বা বুধবার প্রথম দিনই ধরা পড়ল আড়াই কেজির ইলিশ, ৯২০০ টাকায় বিক্রি ঘূর্ণিঝড়ের আশঙ্কা, কোথায়, কখন আঘাত হানতে পারে সবুজ ঘাসে ঢাকা চট্টগ্রামের উইকেট, কেমন হবে রান পাবনায় ট্রাকচাপায় বিদ্যালয়ের দুই শিক্ষার্থীসহ নিহত ৩ কি হতে পারে: নির্বাচন, না নতুন অন্তর্বর্তী সরকার? ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়ে সড়ক ছাড়লো বাসটার্মিনাল এলাকার বাসিন্দারা টেকনাফ জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক: দলীয় লেজুড়বৃত্তির সাংবাদিকতা থেকে বেরিয়ে আসুন উখিয়ায় পুলিশের পৃথক অভিযানে মিলল ১০ হাজার ইয়াবা ওপার থেকে ছোড়া গুলি পায়ে বিঁধলো নারীর খুনিয়া পালংয়ে চলন্তগাড়িতে ফিল্মি কায়দায় ডা’কা’তি, মোবাইলও টাকা ছিনতাই চকরিয়ায় ফের ২ মোটরসাইকেল আরোহীর মৃ’ত্যু

তাসনীম জারাকে কুরুচিপূর্ণ মন্তব্য: চাকরি থেকে বরখাস্ত মহেশখালী জনস্বাস্থ্য প্রকৌশলের কর্মচারী

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এনসিপি নেত্রী তাসনীম জারাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় কক্সবাজারের মহেশখালী উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মচারী রেজাউল করিম কাজলকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একইসাথে বিভাগীয় মামলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (৮ জুলাই) জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর চট্টগ্রাম সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আলী আজগর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিষয়টি নিশ্চিত করে মহেশখালী জনস্বাস্থ্যের উপ-সহকারী প্রকৌশলী সুদর্শন কান্তি দে টিটিএন-কে বলেন, সাময়িক বরখাস্ত করা হয়েছে বিষয়টি সত্য। আমি আজকে সকালে চিঠি পেয়েছি।

“আমি যতটুকু জেনেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা, বানোয়াট, কটুক্তি করে পোস্ট শেয়ার বা মন্তব্য করেছে সে। সেটার সত্যতা পেয়ে উর্ধতন কর্তৃপক্ষ সাময়িক বরখাস্ত করেছে। তার বিরুদ্ধে বিভাগীয় মামলায় যাবে কর্তৃপক্ষ। সেখানে বিষয়টি প্রমাণিত হলে উর্ধতন কর্তৃপক্ষ ব্যবস্থা নিবেন” জানান সুদর্শন।

এবিষয়ে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র শক্তি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব শাহরিয়ার মোহাম্মদ ইয়ামিন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে লেখেন, “তাসনীম জারা, দেশের একজন নাগরিক হিসবেই যদি ধরি, সরকারি আচরণবিধি লঙ্ঘন করে দৃষ্টিকটু এডিটেড ফটোকার্ড ও কুরুচিপূর্ণ মন্তব্য করায় জনস্বাস্থ্য প্রকৌশলের কর্মচারী রেজাউল করিম কাজলকে চাকরি থেকে বরখাস্ত করে বিভাগীয় মামলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিভাগীয় সিদ্ধান্ত সাপেক্ষে পরবর্তীতে স্থায়ী বরখাস্ত বা প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।”

তিনি টিটিএন-কে বলেন, ৭ জুলাই রাতে ফেসবুকে পোস্ট করা হয়। সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর আমার পার্সোনাল জায়গা থেকে উর্ধতন কর্মকর্তাকে জানিয়েছিলাম। ইউএনও, ডিসি এবং জনস্বাস্থ্য প্রকৌশল বরাবর বিষয়টি জানালে আজকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

“আমরা গঠনমূলক সমালোচনা নিতে প্রস্তুত কিন্তু এরকম মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন পোস্ট শেয়ার করে গুজব ছড়িয়ে সরকারি কর্মচারী হয়ে সরকারি বিধিমালা লঙ্ঘন করলে এগুলোর বিরুদ্ধে আমাদের অবস্থান” বলেন ইয়ামিন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য করা ফটোকার্ডটি টিটিএন-এর হাতে এসেছে। সেখানে দেখা যায় বড় করে তাসনীম জারা এবং সেখানে এককোনায় রয়েছে প্রধান উপদেষ্টার ছবি। প্রধান উপদেষ্টার ছবির চোখে দেয়া আছে পাকিস্তানের পতাকা। এছাড়া রয়েছে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম সহ এনসিপি নেতারা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত আরও কয়েকজনের ছবি।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

This will close in 6 seconds

তাসনীম জারাকে কুরুচিপূর্ণ মন্তব্য: চাকরি থেকে বরখাস্ত মহেশখালী জনস্বাস্থ্য প্রকৌশলের কর্মচারী

আপডেট সময় : ১০:৫৩:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এনসিপি নেত্রী তাসনীম জারাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় কক্সবাজারের মহেশখালী উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মচারী রেজাউল করিম কাজলকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একইসাথে বিভাগীয় মামলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (৮ জুলাই) জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর চট্টগ্রাম সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আলী আজগর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিষয়টি নিশ্চিত করে মহেশখালী জনস্বাস্থ্যের উপ-সহকারী প্রকৌশলী সুদর্শন কান্তি দে টিটিএন-কে বলেন, সাময়িক বরখাস্ত করা হয়েছে বিষয়টি সত্য। আমি আজকে সকালে চিঠি পেয়েছি।

“আমি যতটুকু জেনেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা, বানোয়াট, কটুক্তি করে পোস্ট শেয়ার বা মন্তব্য করেছে সে। সেটার সত্যতা পেয়ে উর্ধতন কর্তৃপক্ষ সাময়িক বরখাস্ত করেছে। তার বিরুদ্ধে বিভাগীয় মামলায় যাবে কর্তৃপক্ষ। সেখানে বিষয়টি প্রমাণিত হলে উর্ধতন কর্তৃপক্ষ ব্যবস্থা নিবেন” জানান সুদর্শন।

এবিষয়ে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র শক্তি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব শাহরিয়ার মোহাম্মদ ইয়ামিন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে লেখেন, “তাসনীম জারা, দেশের একজন নাগরিক হিসবেই যদি ধরি, সরকারি আচরণবিধি লঙ্ঘন করে দৃষ্টিকটু এডিটেড ফটোকার্ড ও কুরুচিপূর্ণ মন্তব্য করায় জনস্বাস্থ্য প্রকৌশলের কর্মচারী রেজাউল করিম কাজলকে চাকরি থেকে বরখাস্ত করে বিভাগীয় মামলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিভাগীয় সিদ্ধান্ত সাপেক্ষে পরবর্তীতে স্থায়ী বরখাস্ত বা প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।”

তিনি টিটিএন-কে বলেন, ৭ জুলাই রাতে ফেসবুকে পোস্ট করা হয়। সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর আমার পার্সোনাল জায়গা থেকে উর্ধতন কর্মকর্তাকে জানিয়েছিলাম। ইউএনও, ডিসি এবং জনস্বাস্থ্য প্রকৌশল বরাবর বিষয়টি জানালে আজকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

“আমরা গঠনমূলক সমালোচনা নিতে প্রস্তুত কিন্তু এরকম মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন পোস্ট শেয়ার করে গুজব ছড়িয়ে সরকারি কর্মচারী হয়ে সরকারি বিধিমালা লঙ্ঘন করলে এগুলোর বিরুদ্ধে আমাদের অবস্থান” বলেন ইয়ামিন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য করা ফটোকার্ডটি টিটিএন-এর হাতে এসেছে। সেখানে দেখা যায় বড় করে তাসনীম জারা এবং সেখানে এককোনায় রয়েছে প্রধান উপদেষ্টার ছবি। প্রধান উপদেষ্টার ছবির চোখে দেয়া আছে পাকিস্তানের পতাকা। এছাড়া রয়েছে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম সহ এনসিপি নেতারা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত আরও কয়েকজনের ছবি।