কক্সবাজার-৪ আসনে এমপি প্রার্থী জেলা জামায়াতের আমির নুর আহমদ আনোয়ারী পদত্যাগ করায় টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন শাহজালাল। ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করা এই ব্যক্তি ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ১নং প্যানেল চেয়ারম্যান।
গতকাল রোববার (৪ জানুয়ারি) কক্সবাজার জেলা প্রশাসক আব্দুল মান্নান স্বাক্ষরিত এক
আদেশে অগ্রাধিকার বলে তাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হয়।
২০২৪ সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন স্থানীয় এক সমন্বয়ক জানান, ‘ নির্বাচন কমিশনার সানাউল্লাহ যেদিন (রোববার) আইনশৃঙ্খলা মিটিংয়ে ফ্যাসিস্ট ইলিমেন্ট নিয়ে সংশয় প্রকাশ করলেন সেদিনই এক যুবলীগ নেতাকে চেয়ারম্যান বানালো কক্সবাজারের জেলা প্রশাসন, এটি আসলে দুঃখজনক। আমরা অনতিবিলম্বে তাঁর অপসারণ চাই।’
এ প্রসঙ্গে শাহজালাল জানান, ‘ ২০১৫ সালে আমি যুবলীগের সাধারণ সম্পাদক ছিলাম, বর্তমানে কোন রাজনীতি করিনা।’
জেলা প্রশাসক আব্দুল মান্নান বলেন, বিষয়টি আমি সবেমাত্র অবগত হয়েছি, তদন্ত করে দেখে প্রযোজ্য ব্যবস্থা নেওয়া হবে।
নিজস্ব প্রতিবেদক 



















