চুরি করে ধরা,তারপর ব্যায়াম করাই শাস্তি হলো চোরের। অবশ্য কিছুক্ষণ ব্যায়ামের শাস্তি ভোগ করার ফাঁকে তিনতলা দিয়ে লাফ দিয়ে পালিয়ে যায় সে চোর।
ঘটানাটি ঘটেছে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের কুতুপালং বকতিয়ার মার্কেটের ৩য় তলায় পাওয়ার জিম সেন্টারে।
শুক্রবার (১১ জুলাই ২৫ ইং) চোরকে ব্যায়াম করানোর মধ্য দিয়ে শাস্তি দেয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
ঘটনাটি সম্পর্কে পাওয়ার জিম সেন্টারের স্বত্বাধিকারী আব্দুল্লাহ আল মামুন গণমাধ্যম কে বলেন, ২৭ জুন শুক্রবার দুপুরে জিম বন্ধ করে জুমার নামাজ পড়তে যাই। এসময় তালা ভেঙ্গে চোর জিম সেন্টারের ভেতরে ঢুকে যায়। পরবর্তীতে জিম সেন্টারের আইপিএস, ব্যাটারি, তার এবং কিছু যন্ত্রাংশ চুরি করে নিয়ে যায়। পরে নামাজ শেষে জিমে এসে দেখি অনেক জিনিসপত্র এলোমেলো, কিছু জিনিসপত্র নেই। এরপর সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে জিমের জিনিসপত্র নিয়ে যাচ্ছে এক যুবক।
মামুন বলেন,চোরের ছবি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ার পর থেকে জিম করতে আসা ছেলেরা তাকে খুঁজতে থাকে।
বুধবার (৯ জুলাই) ওই চোরকে কুতুপালং বাজারে পেয়ে জিমে নিয়ে আসে। তখন চোরকে মারধর না করে শাস্তি হিসেবে প্রায় ৪ মিনিট ব্যায়াম করতে দেয়। এসময় ওই চোরকে কয়েক ক্যাটাগরিতে ব্যায়াম করায়। যা জিমে আসা ছেলেরা ভিডিও করে। কিন্তু ওই চোর এক পর্যায়ে জিমের ৩ তলা থেকে লাফ দিয়ে টিনশেডের ওপর পড়ে পালিয়ে যায়। তার নাম ঠিকানা পাওয়া যায়নি।
প্রাথমিকভাবে সে মাদকসেবন করে বলে জানায় এবং মাদকসেবনের জন্য সে চুরি করে বলেও জানায়।