২০২৪ এর ২৪ জুলাই-গণঅভ্যুত্থানে চকরিয়ার প্রথম শহিদ আহসান হাবিবের কবর জিয়ারত করে তার সমাধিতে জেলা এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুস্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে।
মঙ্গলবার সকালে কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন, পুলিশ সুপার মোহাম্মদ সাইফউদ্দিন শাহীন সহ প্রশাসনের কর্মকর্তারা আহসান হাবিবের কবরে শ্রদ্ধা জানান।
এসময় চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতিকুর রহমান,সহকারী পুলিশ সুপার, (চকরিয়া সদর সার্কেল) অভিজিৎ দাশ,চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম, ফাঁসিয়াখালী ইউনিয়ন বিএনপির আহবায়ক মোহাম্মদ কুতুব উদ্দিন, চকরিয়া উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক হাবিব উল্লাহ মিছবাহ সহ প্রশাসনের পদস্থ কর্মকর্তা ও নানা শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।