এসএসসি পরীক্ষায় ধারাবাহিক সাফল্য ধরে রেখেছে কুতুবদিয়া মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ। চলতি বছরও প্রতিষ্ঠানটি আশানুরূপ ফলাফল অর্জন করেছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, কুতুবদিয়া মডেল হাইস্কুল এন্ড কলেজ থেকে ৩২৫ জন শিক্ষার্থী অংশ নিয়ে ২৮৭ জন শিক্ষার্থী কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে। ২৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। এ সাফল্যে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় এলাকাবাসীর মধ্যে আনন্দ বিরাজ করছে।
তাছাড়া কুতুবদিয়া উপজেলায় এসএসসিতে সর্বোচ্চ মার্ক পেয়েছে কুতুবদিয়া মডেল হাইস্কুল এন্ড কলেজের ৩ শিক্ষার্থী।
বিজ্ঞান বিভাগ থেকে অংশ নিয়ে ইসরা কাদের উপজেলার মাধ্যমিক স্তরের (১২১৭) নাম্বার পেয়ে সেরা স্থান দখল করেছে। বিজ্ঞান বিভাগের ছাত্রী সুমাইয়া রহমান মায়া ১২১১ পেয়ে দ্বিতীয় হয়েছে। তৃতীয় স্থান অর্জন করেছে সানজিদা আহমেদ তিনি পেয়েছে ১২০৪ নাম্বার।
কুতুবদিয়া মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জহিরুল ইসলাম জানান, এবারের এসএসসি পরীক্ষায় কুতুবদিয়া মডেল হাই স্কুল এন্ড কলেজ থেকে ৩২৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ২৮৭জন। উপজেলার সর্বোচ্চ ২৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। “শিক্ষকদের কঠোর পরিশ্রম, শিক্ষার্থীদের আন্তরিকতা এবং অভিভাবকদের সহযোগিতায় আমরা এ সফলতা অর্জন করেছি। আগামীতেও এই ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা থাকবে।”
উপজেলার অন্যতম প্রাচীন এই শিক্ষা প্রতিষ্ঠানটি বিগত কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে ভালো ফলাফল করে আসছে।