কক্সবাজারের উখিয়ার জালিয়াপালং এর ইউপি সদস্য কামাল হোসাইন দুর্জয়ের জানাজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল ৫টায় ইউনিয়নের মনখালী বটতলী পশ্চিমপাড়া বড় মসজিদের মাঠ প্রাঙ্গনে কামালের জানাজার শেষে দাফন সম্পন্ন হয়।
জানাজায় স্থানীয় কয়েক হাজার মানুষকে সমবেত হতে দেখা গেছে। এরআগে কক্সবাজার সদর হাসপাতাল মর্গ থেকে ময়নাতদন্ত শেষে কামাল হোসাইনের মরদেহ নিজ গ্রামে আনা হয়।
বুধবার সন্ধ্যায় উখিয়া থানার ওসি আরিফ হোসেন জানান, এখনো মামলা দায়ের করা হয়নি। তবে তদন্ত চলছে। তবে ঘটনায় জড়িত সন্দেহজনক কাউকেও আটক করা হয়নি এখন পর্যন্ত।
তবে পরিবারের পক্ষ থেকে নিহত কামালের ভাগিনা অকিল রানা জানান, আগামীকাল মামলা হতে পারে।