ঢাকা ০৬:২২ অপরাহ্ন, শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ১৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুতুবদিয়া প্রেসক্লাবের সভায় বক্তারা: ‎কুতুবদিয়ার অর্থনৈতিক উন্নয়নে পর্যটনের বিকল্প নেই ‎ রোহিঙ্গা প্রত্যাবাসনে আস্থা গড়ার বদলে চাপ সৃষ্টি করেছে বাংলাদেশ চৌফলদন্ডীর আমজাদ হত্যার আসামী ছৈয়দ নুর গ্রেফতার সমুদ্রবন্দর থেকে নামল সতর্ক সংকেত রোহিঙ্গা সংকটে জাতিসংঘের দ্বৈত ন্যারেটিভ: কেন এই দ্বন্দ্ব? উখিয়া হাসপাতালের ২ টন ময়লা অপসারণ করলো বিডি ক্লিন টিম মাতারবাড়িতে শ্রমিক দলের সভাপতি মামুনের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মধ্যরাতে ইডেন গার্ডেনের ‘ছাদ থেকে পড়ে’ যুবকের মৃত্যু! বাঁকখালী নদীর তীরে পুনঃদখল উচ্ছেদে প্রশাসনের ফের অভিযান টেকনাফে মাছ ধরতে গিয়ে নিখোঁজ যুবকের লাশ নাফ নদীতে ২০২৬ বিশ্বকাপের অফিসিয়াল বল ‘ট্রায়োন্ডা’ উন্মোচন ৩৯ জন নারী শিশু আটকে ছিলো পাহাড়ে! রাজা কংসনারায়ণের দূর্গা পূজা ও সমাজের ঐক্য ডিসেম্বরে সাকিব আল হাসানকে নিয়ে দেশে ফিরছেন সেফুদা! সু’মু’দ ফ্লো’টি’লা’য় পৌঁছে গেলো টিটিএনের সংবাদ, শহীদুল আলমের ফেসবুক পোস্ট..

উখিয়ায় সাংবাদিকের বসতবাড়ি দখলের ঘটনায় তিনজন জেল হাজতে

কক্সবাজারের উখিয়ায় সাংবাদিকের বসতবাড়ি দখলের অভিযোগে আলোচিত ভূমিদস্যু মাহাফুজ উদ্দিন বাবু ও তার দুই সহযোগীকে জেল হাজতে প্রেরণ করেছেন আদালত। বয়স বিবেচনায় একজন আসামিকে জামিন মঞ্জুর করা হলেও বাকিদের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানো হয়েছে।

আজ (বৃহস্পতিবার) দুপুরে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসিফ উদ্দিন মাহমুদের আদালতে আসামীরা হাজির হলে এই আদেশ দেন। এর আগে আদালত গত ২৩ জুন মামলাটি আমলে নিয়ে চারজন আসামির বিরুদ্ধে সমন জারি করেন। মামলাটি দায়ের করা হয়েছে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন-২০২৩ এর আওতায়, যার মামলা নম্বর সি আর-২২১/২০২৫।

সমনপ্রাপ্ত আসামিরা হলেন- মাহাফুজ উদ্দিন বাবু, তাইমুন উদ্দিন, তাইফুর উদ্দিন এবং আলা উদ্দিন চৌধুরী। আজ শুনানির সময় বয়স বিবেচনায় আলা উদ্দিন চৌধুরীকে জামিন মঞ্জুর করা হয়।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৫ সালের ৬ এপ্রিল উখিয়ার রত্নাপালং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের টেকপাড়ায় সাংবাদিক জসিম আজাদের বসতভিটায় হামলা চালায় একটি সংঘবদ্ধ দল। সাংবাদিকের স্ত্রীকে মারধরের অভিযোগও উত্থাপিত হয়েছে।

উখিয়া অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জসিম আজাদ বলেন, “হঠাৎ ১০-১২ জনের একটি সংঘবদ্ধ দল আমার বসতভিটায় ঢুকে নিজেদের জমি দাবি করে হামলা চালায়। আমার স্ত্রীকে তারা মারধর করে। নিরাপত্তাহীনতায় ভুগে আদালতের দ্বারস্থ হই।”
স্থানীয় সূত্র জানায়, হামলার নেতৃত্বে ছিলেন স্থানীয়ভাবে পরিচিত হাবি ড্রাইভারের ছেলে মাহাফুজ উদ্দিন বাবু, যিনি দীর্ঘদিন ধরে রাজনৈতিক ছত্রছায়ায় থেকে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে লিপ্ত।
এক প্রবীণ বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, “এরা শুধু জমি না, মানুষ গিলতেও পিছপা হয় না। প্রশাসনের নাকের ডগায় এসব করছে, অথচ কেউ কিছু বলে না।”

স্থানীয়দের অভিযোগ, বাবু ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরেই উখিয়ার বিভিন্ন এলাকায় ভীতি ও আধিপত্য বিস্তার করে আসছে। তাদের বিরুদ্ধে একাধিক মৌখিক ও লিখিত অভিযোগ থাকা সত্ত্বেও প্রশাসনিক তৎপরতা ছিল সীমিত।
আইন বিশেষজ্ঞরা মনে করছেন, ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন-২০২৩ প্রয়োগে এই ধরনের ঘটনায় আদালতের হস্তক্ষেপ একটি ইতিবাচক দৃষ্টান্ত। তবে তারা সতর্ক করছেন, “আইনি প্রক্রিয়া যদি সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষ না হয়, তাহলে ভূমিদস্যুদের লাগাম টানা সম্ভব হবে না।”

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কুতুবদিয়া প্রেসক্লাবের সভায় বক্তারা: ‎কুতুবদিয়ার অর্থনৈতিক উন্নয়নে পর্যটনের বিকল্প নেই ‎

This will close in 6 seconds

উখিয়ায় সাংবাদিকের বসতবাড়ি দখলের ঘটনায় তিনজন জেল হাজতে

আপডেট সময় : ০২:১০:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫

কক্সবাজারের উখিয়ায় সাংবাদিকের বসতবাড়ি দখলের অভিযোগে আলোচিত ভূমিদস্যু মাহাফুজ উদ্দিন বাবু ও তার দুই সহযোগীকে জেল হাজতে প্রেরণ করেছেন আদালত। বয়স বিবেচনায় একজন আসামিকে জামিন মঞ্জুর করা হলেও বাকিদের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানো হয়েছে।

আজ (বৃহস্পতিবার) দুপুরে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসিফ উদ্দিন মাহমুদের আদালতে আসামীরা হাজির হলে এই আদেশ দেন। এর আগে আদালত গত ২৩ জুন মামলাটি আমলে নিয়ে চারজন আসামির বিরুদ্ধে সমন জারি করেন। মামলাটি দায়ের করা হয়েছে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন-২০২৩ এর আওতায়, যার মামলা নম্বর সি আর-২২১/২০২৫।

সমনপ্রাপ্ত আসামিরা হলেন- মাহাফুজ উদ্দিন বাবু, তাইমুন উদ্দিন, তাইফুর উদ্দিন এবং আলা উদ্দিন চৌধুরী। আজ শুনানির সময় বয়স বিবেচনায় আলা উদ্দিন চৌধুরীকে জামিন মঞ্জুর করা হয়।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৫ সালের ৬ এপ্রিল উখিয়ার রত্নাপালং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের টেকপাড়ায় সাংবাদিক জসিম আজাদের বসতভিটায় হামলা চালায় একটি সংঘবদ্ধ দল। সাংবাদিকের স্ত্রীকে মারধরের অভিযোগও উত্থাপিত হয়েছে।

উখিয়া অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জসিম আজাদ বলেন, “হঠাৎ ১০-১২ জনের একটি সংঘবদ্ধ দল আমার বসতভিটায় ঢুকে নিজেদের জমি দাবি করে হামলা চালায়। আমার স্ত্রীকে তারা মারধর করে। নিরাপত্তাহীনতায় ভুগে আদালতের দ্বারস্থ হই।”
স্থানীয় সূত্র জানায়, হামলার নেতৃত্বে ছিলেন স্থানীয়ভাবে পরিচিত হাবি ড্রাইভারের ছেলে মাহাফুজ উদ্দিন বাবু, যিনি দীর্ঘদিন ধরে রাজনৈতিক ছত্রছায়ায় থেকে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে লিপ্ত।
এক প্রবীণ বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, “এরা শুধু জমি না, মানুষ গিলতেও পিছপা হয় না। প্রশাসনের নাকের ডগায় এসব করছে, অথচ কেউ কিছু বলে না।”

স্থানীয়দের অভিযোগ, বাবু ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরেই উখিয়ার বিভিন্ন এলাকায় ভীতি ও আধিপত্য বিস্তার করে আসছে। তাদের বিরুদ্ধে একাধিক মৌখিক ও লিখিত অভিযোগ থাকা সত্ত্বেও প্রশাসনিক তৎপরতা ছিল সীমিত।
আইন বিশেষজ্ঞরা মনে করছেন, ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন-২০২৩ প্রয়োগে এই ধরনের ঘটনায় আদালতের হস্তক্ষেপ একটি ইতিবাচক দৃষ্টান্ত। তবে তারা সতর্ক করছেন, “আইনি প্রক্রিয়া যদি সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষ না হয়, তাহলে ভূমিদস্যুদের লাগাম টানা সম্ভব হবে না।”