শারীরিক অবস্হার অবনতি হওয়ায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে।
বুধবার (২৩ জুলাই) দিবাগত রাতে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে তাকে হাসপাতালে নেয়া হচ্ছে।
তিনি বলেন, খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হবে কি না তা পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা সিদ্ধান্ত নেবেন।
উল্লেখ্য, লন্ডন থেকে চিকিৎসা শেষে দেশে ফিরে এ নিয়ে দ্বিতীয়বার চেকআপের জন্য হাসপাতালে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন।
সুত্র : যমুনা টেলিভিশন