দিন যত যাচ্ছে, শীতের প্রকোপও তত বাড়ছে। শীতের তীব্রতায় কষ্টে দিনাতিপাত করা শহরের ছিন্নমূল মানুষ ও এতিমদের মাঝে উষ্ণতা ভাগ করে নিতে কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০১১ ব্যাচের পক্ষ থেকে কম্বল বিতরণ কর্মসূচী গ্রহণ করা হয়েছে।
এরই অংশ হিসেবে শুক্রবার (১০ জানুয়ারি) কক্সবাজার শহরের ছিন্নমূল মানুষ, আল আকসা হিফজ মাদরাসা এবং চেমন শমসের নূরানী ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এসময় ব্যাচের পক্ষে বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ২০১১ ব্যাচের সমন্বয়কারী জাওয়াদ বখতিয়ার, অন্তিক চক্রবর্তী, জাহেদুল হক সুমন, রেজাউল হাসান আবির, সৌরভ চৌধুরী সৌম্য, এম এইচ শুভ প্রমুখ।
শহরের ছিন্নমূল এবং খেটে খাওয়া মানুষদের জন্য সারা মাসব্যাপী এই কর্মসূচী চলমান থাকবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান ব্যাচের সমন্বয়কারী জাওয়াদ বখতিয়ার।