কক্সবাজারের মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার হামিদ ও রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমন কান্তি চৌধুরীকে প্রত্যাহার করা হয়েছে।
জেলার গুরুত্বপূর্ণ এই দুই থানায় নতুন ওসি নিয়োগ করা হয়েছে। মহেশখালীতে দেয়া হয়েছে মনজুরুল হককে ও রামুতে পদায়ন করা হয়েছে তৈয়বুর রহমানকে।
কক্সবাজার পুলিশ সুপার সাইফউদ্দীন শাহীন স্বাক্ষরিত এক অফিস আদেশে তাদের জনস্বার্থে বদলি করা হয়েছে বলে জানানো হয় এবং কক্সবাজার পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
উল্লেখ্য রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমন চৌধুরী মাত্র দুইদিন আগে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে স্বীকৃতি গ্রহণের খবর প্রকাশিত হয় গণমাধ্যমে।