কক্সবাজারের পেকুয়ায় খালে গোসল করতে নেমে এক কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার বিকেল ৫টার দিকে উপজেলার টইটং ইউনিয়নের সীমান্ত ব্রীজ সংলগ্ন আলিগ্যাকাটা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মো.পারভেজ উদ্দিন (১৫) টইটং ইউনিয়নের আলিগ্যাকাটা এলাকার অটোচালক জাকের হোসেনের পুত্র।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, পারভেজ উদ্দিন বিকেলে তার বন্ধুদের সঙ্গে বাড়ির পাশে ফুটবল খেলছিল। খেলাধুলা শেষে তারা সবাই স্থানীয় নুনিয়ার ছরা খালে গোসল করতে নামে। গোসলের এক পর্যায়ে পারভেজ নিখোঁজ হয়ে যায়।
তার সহপাঠীরা অনেক খোঁজাখুঁজির পর তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পারভেজের এমন করুণ মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।