রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত বক্তব্য দিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করছে কিনা খতিয়ে দেখা দরকার বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল।
নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি লেখেন, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব সালাহউদ্দিন আহমদ নিয়ে এনসিপি নেতার কুরুচিপূর্ণ বক্তব্য কক্সবাজারবাসীকে আশাহত করেছে। নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত বক্তব্য দিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করছে কিনা খতিয়ে দেখা দরকার।
শনিবার (১৯ জুলাই) দুপুরে কক্সবাজার শহরের শহীদ দৌলত ময়দানে অনুষ্ঠিত ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে বক্তব্যকালে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ,‘সংস্কার কোন দলের পক্ষে-বিপক্ষে নয়, এটা রাষ্ট্রের পক্ষে। একজন মানুষ ভারতের শিলং থেকে এসে কক্সবাজারে দখল, লুটপাট করছে, তিনি সংস্কার বুঝে না।’
এই বক্তব্যের প্রতিবাদে জেলাজুড়ে বিক্ষোভ মিছিল করে প্রতিবাদ জানাচ্ছে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।