‘বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে পরিবেশ সৃষ্টি করতে পারিনি’, বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ।
রবিবার (৫ জানুয়ারি) বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি আশা করেন, তারেক রহমান শিগগিরই ফিরবেন। এদিন লন্ডন থেকে ঢাকায় ফেরেন সালাউদ্দিন।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সংবিধান কবর দেওয়া যায় না।’ সংবিধানে পরিবর্তন ও পরিবর্ধনের কথা উল্লেখ করেন তিনি।
সালাউদ্দিন আহমেদ বলেন, ‘নির্বাচন বিলম্ব করার যেকোনও কৌশর জনগণ প্রত্যাখ্যান করবে। সুতরাং, দ্রুত নির্বাচন জরুরি। নতুন দলকে স্বাগতম জানানো হবে, তবে সেটা যেন কিংস পার্টি না হয়। তারা যেন সুষ্ঠু ধারায় রাজনীতি করে।’
সূত্র : বাংলা ট্রিবিউন