প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা পারভেজকে ছুরিকাঘাতে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে কক্সবাজার সিটি কলেজ ছাত্রদল।
সোমবার (২১ এপ্রিল) কক্সবাজার সিটি কলেজের ক্যাম্পাসে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় মানববন্ধনে উপস্থিত নেতাকর্মীরা বলেন, নতুন বন্দোবস্তের নামে নতুন করে খুনের রাজনীতির সংস্কৃতি চালু হয়েছে।
তারা শুধু খুন করেনি খুনিদের রক্ষা করতে সব ধরনের অপচেষ্টা চালিয়েছে। তারা যদি অতীত থেকে শিক্ষা না নেয় তাহলে এর পরিণতি ভয়াবহ হবে।
প্রকাশ্য দিবালোকে খুন হওয়ার দুই দিন অতিবাহিত হওয়ার পরেও খুনিদের গ্রেপ্তার করা হয়নি।
এসময় আগামী ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দ্রুত বিচার সম্পন্ন করার দাবি জানানো হয়।
এসময় কক্সবাজার সিটি কলেজে ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।