কক্সবাজারের চকরিয়া আইনজীবী সহকারী (এডভোকেট ক্লার্ক) সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। বুধবার(২৬ ফেব্রুয়ারি) কোর্টসেন্টারস্থ আইনজীবী সহকারী কার্যালয়ে দুপুর ১টা থেকে শুরু হয়ে বিকাল ৩ পর্যন্ত চলে ভোট গ্রহণ। এতে ৭৩ জন ভোটারের মধ্যে ৭১জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন মহিদুল ইসলাম মহিদু। তিনি এনিয়ে ৪র্থবার নির্বাচিত হয়েছেন। প্রথমবারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে বখতিয়ার মো:হেলাল উদ্দিন।
প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন কক্সবাজার আইনজীবী সহকারী সমিতির সাধারণ সম্পাদক মো:শামশুল আলম। সহকারী নির্বাচন কমিশনার ছিলেন, কক্সবাজার আইনজীবী সমিতির সদস্য মোহাম্মদ হানিফ।মো:সরওয়ার আলম,হোছাইন মো:হেলাল উদ্দিন।
বিকালে অনুষ্ঠানিক পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণা করা হয়।ফলাফল ঘোষণা করেন কক্সবাজার আইনজীবী সহকারী সমিতির সাধারণত সম্পাদক মো:শামশুল আলম। এসময় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার আইনজীবী সহকারী(এডভোকেট ক্লার্ক) সমিতির সভাপতি মোহাম্মদ নুরুল আমিন।
এসময় চকরিয়া কোর্টের আইনজীবী ও সাবেক চকরিয়া এডভোকেট ক্লার্কের সভাপতি, সম্পাদক ও নবনির্বাচিতরা উপস্থিত ছিলেন।
নির্বাচিত হয়ে সভাপতি মহিদু ও সাধারণ সম্পাদক হেলাল উদ্দীন জানায়-সমিতির কল্যাণে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।মানুষকে যথাযথ আইনি সেবা দিতে ভূমিকা রাখবেন।কোর্ট সেন্টার এলাকা থেকে আউট দালাল নির্মূল করবেন।সবাইকে সাথে নিয়ে চকরিয়া আইনজীবী সহকারী(এডভোকেট ক্লার্ক)সমিতিকে এগিয়ে নিয়ে যাবেন।