কক্সবাজারের চকরিয়ায় বিশেষ চাহিদা সম্পন্ন ২০ জন হাত পা বিহীন মানুষের মাঝে সহায়ক উপকরণ ও ১০ জন প্রতিবন্ধী শিশুদের মাঝে হুইল চেয়ার তুলে দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
রবিবার ৯ ফেব্রুয়ারি সকালে পৌরসভার ভরামুহুরী ৪নং ওয়ার্ডস্থ এসএআরপিভি (সার্ভ)এর সার্বিক তত্ত্বাবধানে এ উপকরণ প্রদান করা হয়।
এসময় প্রধান অতিথির বক্তব্য সালাহউদ্দিন আহমেদ এই উদ্যোগের জন্য সার্ভকে ধন্যবাদ জানিয়ে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার অনুরোধ করেন এবং প্রয়োজনীয় সহযোগীতার আশ্বাস প্রদান করেন।
সার্ভের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সার্ভের আঞ্চলিক পরিচালক কাজী মাকসুদুল আলম মুহিত।
এসময় উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার আতিকুর রহমান,পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র নুরুল ইসলাম হায়দার, সাধারণ সম্পাদক এম আব্দুর রহিম সহ অনেকেই।