রামুর গর্জনিয়ায় ব্যাটারিচালিত ইজিবাইক উল্টে বদর মিয়া (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ক্যাজরবিল এলাকায় প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে। বদর মিয়া একই এলকার মৃত মোক্তার আহমদের ছেলে।
গর্জনিয়া পুলিশ ফাঁড়ি ও স্থানীয় সূত্র জানায়, বদর মিয়া ইজিবাইকযোগে বাড়ি থেকে গর্জনিয়া বাজারে যাচ্ছিলেন। দৌঁড়ে আসা একটি শিশুকে বাঁচাতে ইজিবাইক চালক রতন চন্দ্র নাথ সাইডে নিতে গিয়ে ইজিবাইক উল্টে যায়। এতে বদর মিয়া ও রতন চন্দ্র নাথ আহত হন। বদর মিয়াকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয়। ক্যাজরবিল এলাকার স্থানীয় শফিক আহমদ ও মুহিবুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
গর্জনিয়া পুলিশ ফাঁড়ির দায়িত্বরত উপ-পরিদর্শক (এসআই) রাজেস বড়ুয়া বলেন- ইজিবাইক উল্টে বদর মিয়া নামের এক ব্যক্তি গুরুতর আহত হওয়ার পর হাসপাতালে মারা গেছেন। কোনো অভিযোগ ও আপত্তি না থাকলে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।