কক্সবাজার জেলার বহুল প্রচারিত দৈনিক আজকের কক্সবাজার বার্তা পত্রিকার প্রতিনিধিদের নিয়ে বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। যেখানে জেলার সকল উপজেলার প্রতিনিধি, শহরে কর্মরত প্রতিনিধি এবং পত্রিকার কর্মকর্তা-কর্মচারীরা দিনব্যাপী নানা আয়োজনে আনন্দঘন মূহুর্ত পার করেছে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী) সকাল থেকে শহরের কবিতা চত্বরে মিলনমেলা শুরু হয়। যেখানে সকালে ফুটবল, হাড়ি ভাঙ্গা সহ খেলাধুলা ও নানা আয়োজন চলে দুপুর পর্যন্ত।
পরে প্রতিনিধিদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বার্তা সম্পাদক এম এ আজিজ রাসেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন সম্পাদক ওসমান গণি, নির্বাহী সম্পাদক আজিম নিহাদ ও সাহিত্যপাতা বালুকাবেলার সম্পাদক কবি জসিম উদ্দিন। এসময় সকল প্রতিনিধি ও শহরে কর্মরত সাংবাদিকদের মতামত শুনেন তারা।
এসময় সম্পাদক ওসমান গণি বলেন, আগেও আমরা স্বাধীনভাবে সাংবাদিকতা করতে পারিনি, বর্তমানেও বাধাগ্রস্ত হচ্ছি। তবে সকল কিছুর উর্ধ্বে উঠে সবাইকে সঠিক তথ্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করে যেতে হবে।
পরে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। যেখানে সকলে আনন্দে মেতে উঠে। নাচগানে মুখরিত হয়ে উঠে দৈনিক আজকের কক্সবাজার বার্তা পরিবার। পরে র্যাফেল ড্র বিজয়ী এবং নানা খেলাধুলায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণের মধ্য দিয়ে দিনব্যাপী আয়োজন শেষ হয়।