কক্সবাজারে গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতে মোট বৃষ্টিপাতের পরিমাণ দাঁড়িয়েছে ১১১ মিলিমিটারে। এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান।
আবহাওয়াবিদ জানান, আজকের বাকি দিন ও রাতজুড়ে আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। আগামীকাল (সোমবার) হালকা বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।
তিনি আরও জানান, পরবর্তী ২ থেকে ৩ দিন একই ধরনের আবহাওয়া অব্যাহত থাকতে পারে। ফলে জনসাধারণকে প্রয়োজন অনুযায়ী সতর্ক থাকার আহ্বান জানিয়েছে আবহাওয়া অফিস।
টানা বৃষ্টির কারণে নিচু এলাকা কিছুটা পানিতে তলিয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতির ওপর নজর রাখছে স্থানীয় প্রশাসন।