কক্সবাজারে পাহাড় ধসে বসতঘর ক্ষতিগ্রস্ত
নিজস্ব প্রতিবেদক
কক্সবাজার শহরের আশুরঘোনায় পাহাড় ধসের ঘটনায় দুটি বসতবাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে। এটি কক্সবাজার পৌরসভার ৭নং ওয়ার্ডের দক্ষিণ রুমালিয়ার ছড়া এলাকা। শুক্রবার রাত সাড়ে ১১ টার কিছু সময় পর এই ঘটনার তথ্য দিয়েছেন সেখানকার এলাকাবাসী।
স্থানীয় মোঃ আজিজ জানান, ক্ষতিগ্রস্ত বাড়িটি মোহাম্মদ আজিম উল্লাহ নামের এক ব্যক্তির।
ওই এলাকার বাসিন্দা মো. শহীদুল জানান, এতে কেউ হতাহত হয়নি। কয়েকদিনের বৃষ্টিতে পাহাড় ধসের শঙ্কা তৈরি হওয়ায় ওই বসত ঘরের লোকজন নিরাপদে অবস্থান নিয়েছিলেন।
“তবে ঘরের আসবাবপত্র মাটি চাপা পড়েছে।”
এদিকে প্রতি বছরই বর্ষা মৌসুমের ভারি বৃষ্টিতে কক্সবাজারের বিভিন্ন এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটে। তাই রোহিঙ্গা ক্যাম্পসহ পাহাড়ি এলাকা গুলোতে হতাহত এড়াতে ভারি বৃষ্টিতে অগ্রিম সতর্কতা দিয়ে রেখেছে প্রশাসন।