৭ এপ্রিল বিশ্বব্যাপী অনুষ্ঠেয় “ওয়ার্ল্ড স্টপস ফর গা’জা” কর্মসূচীর সাথে সংহতি প্রকাশ করেছে কক্সবাজারের বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান। এ কর্মসূচীর সাথে সংহতি জানিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেনী কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, কক্সবাজার সিটি কলেজ। সিবিআইইউর এক বিজ্ঞপ্তিতে জানা যায়, দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গা’জা কর্মসূচীর সাথে সংহতি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ, শিক্ষার্থী ও কর্তৃপক্ষ। এর অংশ হিসেব ৭ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের সকল শ্রেনী কার্যক্রম বন্ধ থাকবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
অন্যদিকে কক্সবাজার সিটি কলেজের অধ্যক্ষ আকতার চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি এ কার্যক্রমের সাথে সংহতি জানিয়ে একই দিন কলেজের শ্রেনী কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত জানানো হয়েছে।