ঢাকা ০৮:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিহত ইউনুস মেম্বার স্মরণে টেকনাফ পৌরসভার আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রীড়া সংসদের দোয়া মাহফিল উখিয়ায় রোহিঙ্গা তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দেড় লাখ ইয়াবার মালিক শীর্ষ মাদক কারবারি আব্দুর রহিমকে খুঁজছে বিজিবি বিহারের সবচেয়ে কম বয়সী বিধায়ক সংগীতশিল্পী মৈথিলী ‘ইয়াবা রাখতে সীমান্তবর্তী ঘর চুক্তিতে ভাড়া নেয় মাদক কারবারিরা’ অস্ত্র-কার্তুজ উদ্ধারঃ পলাতক ডাকাতকে ধরতে চলছে অভিযান- র‌্যাব বিএনপি ক্ষমতায় গেলে রোহিঙ্গাদের ফেরত পাঠানো হবে – শাহজাহান চৌধুরী পুলিশ নামছে নতুন পোশাকে ক্ষমতায় গেলে গঙ্গা ব্যারেজ তৈরি করে পদ্মার পানি সংরক্ষণ করা হবে: বিএনপি মহাসচিব নির্বাচনের আগে পরে ৯ দিন মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা টেকনাফে বহু মামলার পলাতক ২ আসামি আটক সাবেক স্ত্রীর মামলায় হিরো আলম গ্রেপ্তার সংবিধানের প্রস্তাবনায় ‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ পুনর্বহাল করা হবে আওয়ামী লীগ ফেসবুকভিত্তিক প্রতিবাদী দলে পরিণত হয়েছে : শফিকুল আলম কুতুবদিয়ায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

এনসিপি এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে: নাহিদ ইসলাম

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি এককভাবে অংশ নিতে প্রস্তুত বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

চলতি মাসের মাঝামাঝি সময়ের মধ্যেই আসনগুলোতে দলের সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে বলেও জানিয়েছেন তিনি।

বুধবার দুপুরে নারায়ণগঞ্জের গোদনাইলের নিহত জুলাই যোদ্ধা গাজী সালাউদ্দিনের বাড়িতে তার পরিবারের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন নাহিদ।

নির্বাচনী জোট প্রসঙ্গে এনসিপির আহ্বায়ক বলেন, “সমঝোতা বা জোট রাজনৈতিক বা আদর্শিক জায়গা থেকে হতে পারে। যদি সেরকম কোন সম্ভাবনা তৈরি হয়, যেমন জুলাই সনদের বিষয়টা আছে।

“জুলাই সনদে সংস্কার দাবিগুলোর সঙ্গে যদি কোনো দল ঐক্যবদ্ধ বা সংহতি প্রকাশ করে, সেক্ষেত্রে আমরা জোটের বিষয়টা হয়তো বিবেচনা করবো। কিন্তু আমরা এখন পর্যন্ত এককভাবেই আগাচ্ছি।”

তিনি বলেন, সারাদেশের ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিয়ে এগোচ্ছে তার দল। তবে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন এবং গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে ‘অগ্রণী’ ভূমিকা রাখা ব্যক্তিদের সম্মানে কয়েকটি আসনে প্রার্থী দেবে না এনসিপি। এছাড়া সর্বাধিক আসনে শাপলা কলির জন্য প্রার্থী দেবেন তারা।

নাহিদ ইসলাম বলেন, “বাংলাদেশের ইতিহাসে নির্বাচনী সংস্কৃতি হিসেবে দেখেছি, যাদের টাকা আছে, যারা এলাকায় গডফাদারগিরি করে তারাই নির্বাচনে দাঁড়ায়। আমরা এবার সেই সংস্কৃতিকে চ্যালেঞ্জ করতে চাই।

“বরং এলাকার যে গ্রহণযোগ্য ব্যক্তি, সাধারণ মানুষের পাশে যাকে পাওয়া যায়, একজন সাধারণ খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে এলাকার যারা শিক্ষক, ইমাম, গ্রহণযোগ্য সামাজিক নেতৃত্ব রয়েছেন, তাদেরকে আমরা জনপ্রতিনিধি হিসেবে সংসদে দেখতে চাই। তো আমরা সে উদ্দেশ্যে কাজ করছি।

আগামী ১৫ নভেম্বরের মধ্যে এনসিপি প্রার্থী তালিকা প্রকাশ করবে বলেও জানান তিনি।

গত বছরের জুলাইতে বৈষম্যবিরোধী আন্দোলনে পুলিশের ছররা গুলিতে এক চোখের দৃষ্টিশক্তি হারিয়েছিলেন গাজী সালাউদ্দিন (৪৫)। অপর চোখেও দেখছিলেন ঝাপসা। মুখমণ্ডলের পাশাপাশি গলায়ও একাধিক গুলি লেগেছিল তার।

চিকিৎসক জানিয়েছিলেন, গলায় লাগা গুলির স্প্লিন্টার শ্বাসনালি ছুঁয়ে আছে, এটি বের করা দুঃসাধ্য। শরীরে এ স্প্লিন্টার নিয়েই ১৫ মাস পর গত ১৬ অক্টোবর রাতে মারা যান সালাউদ্দিন।

তার পরিবারের সঙ্গে সাক্ষাতের পর নাহিদ সাংবাদিকদের দেওয়া বক্তব্যে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা নিয়ে অসন্তোষ প্রকাশ করে বলেন, “নির্বাচনের ডামাডোলে যাতে আহত ভাই ও শহীদ পরিবারগুলোর কথা ভুলে না যাই।

“না হলে আমাদের এই গাজী সালাউদ্দিন ভাইয়ের মত এরকম অনেকেই কিন্তু মৃত্যুবরণ করতে থাকবে।”

সাংবাদিকদের সঙ্গে আলাপের আগে সালাউদ্দিনের কবর জিয়ারত করেন নাহিদ ইসলাম। এনসিপির যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন, দক্ষিণাঞ্চলের সংগঠক শওকত আলী ও কেন্দ্রীয় সদস্য আহমেদুর রহমান তনু এ সময় তার সঙ্গে ছিলেন।

 

সূত্র:বিডিনিউজ

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

নিহত ইউনুস মেম্বার স্মরণে টেকনাফ পৌরসভার আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রীড়া সংসদের দোয়া মাহফিল

This will close in 6 seconds

এনসিপি এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে: নাহিদ ইসলাম

আপডেট সময় : ০২:৩০:৫০ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি এককভাবে অংশ নিতে প্রস্তুত বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

চলতি মাসের মাঝামাঝি সময়ের মধ্যেই আসনগুলোতে দলের সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে বলেও জানিয়েছেন তিনি।

বুধবার দুপুরে নারায়ণগঞ্জের গোদনাইলের নিহত জুলাই যোদ্ধা গাজী সালাউদ্দিনের বাড়িতে তার পরিবারের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন নাহিদ।

নির্বাচনী জোট প্রসঙ্গে এনসিপির আহ্বায়ক বলেন, “সমঝোতা বা জোট রাজনৈতিক বা আদর্শিক জায়গা থেকে হতে পারে। যদি সেরকম কোন সম্ভাবনা তৈরি হয়, যেমন জুলাই সনদের বিষয়টা আছে।

“জুলাই সনদে সংস্কার দাবিগুলোর সঙ্গে যদি কোনো দল ঐক্যবদ্ধ বা সংহতি প্রকাশ করে, সেক্ষেত্রে আমরা জোটের বিষয়টা হয়তো বিবেচনা করবো। কিন্তু আমরা এখন পর্যন্ত এককভাবেই আগাচ্ছি।”

তিনি বলেন, সারাদেশের ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিয়ে এগোচ্ছে তার দল। তবে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন এবং গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে ‘অগ্রণী’ ভূমিকা রাখা ব্যক্তিদের সম্মানে কয়েকটি আসনে প্রার্থী দেবে না এনসিপি। এছাড়া সর্বাধিক আসনে শাপলা কলির জন্য প্রার্থী দেবেন তারা।

নাহিদ ইসলাম বলেন, “বাংলাদেশের ইতিহাসে নির্বাচনী সংস্কৃতি হিসেবে দেখেছি, যাদের টাকা আছে, যারা এলাকায় গডফাদারগিরি করে তারাই নির্বাচনে দাঁড়ায়। আমরা এবার সেই সংস্কৃতিকে চ্যালেঞ্জ করতে চাই।

“বরং এলাকার যে গ্রহণযোগ্য ব্যক্তি, সাধারণ মানুষের পাশে যাকে পাওয়া যায়, একজন সাধারণ খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে এলাকার যারা শিক্ষক, ইমাম, গ্রহণযোগ্য সামাজিক নেতৃত্ব রয়েছেন, তাদেরকে আমরা জনপ্রতিনিধি হিসেবে সংসদে দেখতে চাই। তো আমরা সে উদ্দেশ্যে কাজ করছি।

আগামী ১৫ নভেম্বরের মধ্যে এনসিপি প্রার্থী তালিকা প্রকাশ করবে বলেও জানান তিনি।

গত বছরের জুলাইতে বৈষম্যবিরোধী আন্দোলনে পুলিশের ছররা গুলিতে এক চোখের দৃষ্টিশক্তি হারিয়েছিলেন গাজী সালাউদ্দিন (৪৫)। অপর চোখেও দেখছিলেন ঝাপসা। মুখমণ্ডলের পাশাপাশি গলায়ও একাধিক গুলি লেগেছিল তার।

চিকিৎসক জানিয়েছিলেন, গলায় লাগা গুলির স্প্লিন্টার শ্বাসনালি ছুঁয়ে আছে, এটি বের করা দুঃসাধ্য। শরীরে এ স্প্লিন্টার নিয়েই ১৫ মাস পর গত ১৬ অক্টোবর রাতে মারা যান সালাউদ্দিন।

তার পরিবারের সঙ্গে সাক্ষাতের পর নাহিদ সাংবাদিকদের দেওয়া বক্তব্যে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা নিয়ে অসন্তোষ প্রকাশ করে বলেন, “নির্বাচনের ডামাডোলে যাতে আহত ভাই ও শহীদ পরিবারগুলোর কথা ভুলে না যাই।

“না হলে আমাদের এই গাজী সালাউদ্দিন ভাইয়ের মত এরকম অনেকেই কিন্তু মৃত্যুবরণ করতে থাকবে।”

সাংবাদিকদের সঙ্গে আলাপের আগে সালাউদ্দিনের কবর জিয়ারত করেন নাহিদ ইসলাম। এনসিপির যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন, দক্ষিণাঞ্চলের সংগঠক শওকত আলী ও কেন্দ্রীয় সদস্য আহমেদুর রহমান তনু এ সময় তার সঙ্গে ছিলেন।

 

সূত্র:বিডিনিউজ