নির্বাচনের মাধ্যমে গঠন করা হয়েছে, উখিয়া অটো রিক্সা ফোর স্ট্রোক সিএনজি শ্রমিক কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের (নিবন্ধন নম্বর ২৬৭/১) নতুন ব্যবস্থাপনা কমিটি।
১২ জনের এই কমিটিতে নতুন নির্বাচিতরা হলেন- সভাপতি সরওয়ার আলম, সহ-সভাপতি মোহাম্মদ আলম, সম্পাদক সৈয়দ নূর, কোষাধ্যক্ষ শাহজাহান, কার্যনির্বাহী সদস্য যথাক্রমে রমজান আলী, মোহাম্মদ ইসমাঈল, রহিম আলী, চেহের আলী, আবুল আলা, জসিম উদ্দীন, রেজাউল করিম ও মোহাম্মদ আলম ।
কক্সবাজার-টেকনাফ মহাসড়কের পরিবহন খাতে জড়িত শ্রমিকদের অন্যতম পুরাতন সংগঠনটির কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উখিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী।
উখিয়া উপজেলা সদর স্টেশনে অবস্থিত এই কার্যালয়ের যাত্রাকালে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উখিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আহসান উল্লাহ, উখিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম সিকদার ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রিদুওয়ানুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথিকে নবনির্বাচিত সভাপতি ও সম্পাদক ফুল দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং এসময় কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।