কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে,নিহতের পরিবার বলছে এটি আত্মহত্যা।
বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত ৯ টার দিকে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক ঐ যুবককে মৃত ঘোষণা করেন।
নিহত মোহাম্মদ আয়াছ (২১) উপজেলার রাজাপালং ইউপি’র মধুরছড়া ৪নং রোহিঙ্গা ক্যাম্পের এফ-২ ব্লকের বাসিন্দা আবুল ফয়েজের পুত্র।
আয়াছের মা শফিকা (৪৫) প্রতিবেদক’কে জানান, সন্ধ্যায় তার ছেলে বাড়িতেই ছিলেন হঠাৎ অসুস্থ হয়ে পড়ে আয়াছের মুখ থেকে লালা পড়তে থাকলে তাকে নিকটস্থ হাসপাতালে নিয়ে আসা হয়।
ছেলে বিষপান করেছে উল্লেখ করে শফিকা বলেন ” সে স্বাভাবিকই ছিলো, কোনো সমস্যা হয়নি কারো সাথে। কেনো এমন করলো জানিনা।”
বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আরিফ হোছাইন। তিনি বলেন, ” রোহিঙ্গা ক্যাম্পের এক যুবককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত ঘোষণা করা হয়েছে খবর পেয়েছি, বিধি অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে। “