কক্সবাজার শহরের বইল্যাপাড়া এলাকার বিশিষ্ট সমাজ সেবক মরহুম গোলাম মওলা চৌধুরীর সন্তান ইঞ্জিনিয়ার আহসান উল মওলা মারা গেছেন।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ৯ টা ২০ মিনিটে ঢাকার পপুলার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। ইঞ্জিনিয়ার আহসান উল মওলার জানাজার নামাজ আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার সময় বাইতুশ শরফ মসজিদ কমপ্লেক্স কক্সবাজারে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে বইল্ল্যাপাড়া কবরস্থানে দাফন করা হবে বলে জানা গেছে। এর আগে গতকাল বুধবার বাদে জোহর ঢাকার তাকওয়া মসজিদ (ধানমন্ডি ৮)-এ তার জানাজা অনুষ্ঠিত হয়।
গোলাম মওলা চৌধুরী ও জাহানারা বেগমের মেজ সন্তান আহসান উল মাওলা একজন মেধাবী ব্যক্তিত্ব ছিলেন। তিনি ইন্টারমিডিয়েট পরীক্ষায় বোর্ডে স্ট্যান্ড করে উত্তীর্ণ হয়েছিলেন। এরপর তিনি স্কলারশিপ প্রাপ্ত হয়ে রাশিয়ায় ইঞ্জিনিয়ারিং-এ উচ্চতর ডিগ্রি অর্জন করেন। দোহাজারি-কক্সবাজার রেললাইন সম্প্রসারণ প্রকল্প সহ আরও অনেক ক্ষেত্রে তিনি তার কৃতিত্বের সাক্ষর রেখেছেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, একজন পুত্র ও একজন কন্যা সন্তান এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।