ঢাকা ০৬:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহেশখালীতে ৬ সন্ত্রাসী আটক: বিপুল পরিমান অস্ত্র উদ্ধার দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে ট্যুরিজম পার্ক গড়ে তোলা হচ্ছে সভাপতি- মোর্তজা, সা: সম্পাদক- মো. এমরান, সাংগঠনিক সম্পাদক- রানা “শেখ হাসিনার প্রিয় ছিলো আমলারা” “বিএনপির চেয়ে বড় ‘কিংস পার্টি’ আর নাই” ইনানীতে অবকাশযাপনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল টেকনাফে অপহৃত ১৫ জন উদ্ধার: গ্রেপ্তার ২ সীমান্তে গরু আনতে গিয়ে মাইন বিস্ফোরনে একজনের পা বিচ্ছিন্ন: দুজন গুরুত্বর আহত লন্ডনে তারেক রহমানের বাসায় থেকে চিকিৎসা নেবেন খালেদা জিয়া কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে কম্পন অনুভূত ঢাবি’র আইবিএ তে প্রথম কক্সবাজারের রায়ান কক্সবাজার কলেজ অধ্যক্ষের পদত্যাগ দাবীতে টেকনাফে বিএনপির মিছিল সিবিআইইউ ল এ্যালমনাই এসোসিয়েশন গঠিত কক্সবাজার কলেজে বেগম জিয়াকে নিয়ে ‘মিমিক্রি’ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন মহেশখালীর সলিমুল্লাহ খানসহ ১০ জন
নতুন পাঠ্যবই

‘আমাদের জাতির পিতা’ বাদ, নতুন অধ্যায় ‘আমাদের চার নেতা’

  • টিটিএন ডেস্ক :
  • আপডেট সময় : ১২:২১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫
  • 824

নতুন শিক্ষাবর্ষ শুরু হয়েছে বুধবার (০১ জানুয়ারি)। রাজনৈতিক পটপরিবর্তনের পর এবার নতুন শিক্ষাক্রম স্থগিত করে ২০১২ সালের শিক্ষাক্রমের আলোকে শিক্ষার্থীদের পাঠ্যবই দেওয়া হচ্ছে।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ৪১ জন বিশেষজ্ঞ দিয়ে ৪৪১টি পাঠ্যবই পরিমার্জন করেছে। এতে অনেক বিষয়বস্তু সংযোজন-বিয়োজন হয়েছে। বেশ কিছু গদ্য, প্রবন্ধ, উপন্যাস ও কবিতা বা বিষয়বস্তু বাদ দেওয়া হয়েছে। পাশাপাশি নতুন করে স্থান পেয়েছে জুলাইয়ে ছাত্র–জনতা অভ্যুত্থানের বিষয়বস্তুসহ নতুন কিছু গল্প-কবিতা। এই গণ-অভ্যুত্থানের গ্রাফিতিও পাঠ্যবইয়ে যুক্ত করা হয়েছে।

নতুন শিক্ষাবর্ষে তৃতীয় শ্রেণির ‘বাংলাদেশ ও বিশ্বপরিচয়’ বইয়ে ‘আমাদের চার নেতা’ নামে নতুন একটি অধ্যায় যুক্ত করা হয়েছে। এই চার নেতা হলেন শেরেবাংলা এ কে ফজলুল হক, মাওলানা আবদুল হামিদ খান ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

ওই অধ্যায়ে প্রত্যেকের ছবিসহ তাদের সম্পর্কে সংক্ষিপ্ত জীবনী তুলে ধরা হয়েছে। গত বছর তৃতীয় শ্রেণির ‘বাংলাদেশ ও বিশ্বপরিচয়’ বইয়ে থাকা ‘আমাদের জাতির পিতা’ অধ্যায়টি এবারের পাঠ্যবইয়ে নেই।

পাঠ্যবইয়ের পরিবর্তনের বিষয়ে গত সোমবার এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক এ কে এম রিয়াজুল হাসান বলেছিলেন, এবার বাংলা-ইংরেজি বইয়ে জুলাই বিপ্লবের বিষয় যুক্ত করা হয়েছে। ইতিহাসে মুক্তিযুদ্ধে অন্য নায়কদের আগে অবহেলা করা হয়েছে। এবার তাদেরও গুরুত্ব দেওয়া হয়েছে। অতিবন্দনাও পরিহার করা হয়েছে।

বইয়ে স্বাধীনতার ঘোষণা যেভাবে আছে

নতুন পাঠ্যবইয়ে স্বাধীনতার ঘোষণার বিষয়টি নতুনভাবে রাখা হয়েছে। পঞ্চম শ্রেণির নতুন এই বইয়ে একই অধ্যায়ের ‘পাকিস্তানি বাহিনীর গণহত্যা’ শীর্ষক লেখায় বলা হয়েছে, ‘…পাকিস্তানি সেনাবাহিনী এই আক্রমণের নাম দিয়েছিল “অপারেশন সার্চলাইট”। ঐ রাতেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়। ২৬শে মার্চ তারিখে মেজর জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট বেতারকেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। এরপর তিনি ২৭শে মার্চ তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে আবারও স্বাধীনতার ঘোষণা দেন। শুরু হয় মুক্তিযুদ্ধ।’

চতুর্থ শ্রেণির ‘বাংলাদেশ ও বিশ্বপরিচয়’ পাঠ্যবইয়েও স্বাধীনতার ঘোষণার বিষয়টি রয়েছে। এই বইয়ে ‘১৯৭১ সালের মুক্তিযুদ্ধ’ শীর্ষক লেখায় বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের ছবির পাশাপাশি মেজর জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দেওয়ার ছবি স্থান পেয়েছে।

ছাপা বইয়ে শহীদের নাম ভুল, অনলাইনে সংশোধন

পঞ্চম শ্রেণির আমার বাংলা বইয়ে ‘আমরা তোমাদের ভুলব না’ শীর্ষক প্রবন্ধে প্রায় ২০০ বছর আগে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে শহীদ মীর নিসার আলী তিতুমীর থেকে শুরু করে এ বছরের জুলাইয়ে ছাত্র–জনতার অভ্যুত্থান পর্যন্ত বিভিন্ন পর্যায়ে শহীদদের স্মরণ করা হয়েছে। ছাত্র–জনতার অভ্যুত্থানের শহীদ আবু সাঈদ ও মীর মাহফুজুর রহমান মুগ্ধর ছবিও যুক্ত করা হয়েছে এতে। তবে ছাপা বইয়ের এই অংশে থাকা কয়েকজন শহীদের নামের সঙ্গে ‘নাহিয়ান’ নামে একজনের নামও ছাপা হয়েছে। তবে ভুলটি ধরা পড়ায় এনসিটিবির ওয়েবসাইটে দেওয়া পাঠ্যবইয়ের অনলাইন সংস্করণে সংশোধন করে ‘নাফিসা’ নামটি যুক্ত করা হয়েছে।

ছাত্র–জনতার অভ্যুত্থানের গ্রাফিতি পাঠ্যবইয়ে

বিনা মূল্যের পাঠ্যবইয়ে এবার যুক্ত হয়েছে ছাত্র–জনতার অভ্যুত্থানের গ্রাফিতি বা দেয়ালে আঁকা ছবি। পাঠ্যবইয়ের পেছনের প্রচ্ছদে থাকা ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ও তার উদ্ধৃতি বাদ দেওয়া হয়েছে। তবে আগের মতো চিরন্তন বাণী বইয়ের পেছনের পৃষ্ঠায় আছে। যেমন প্রথম শ্রেণির বাংলা বইয়ে (আমার বাংলা বই) পেছনের পৃষ্ঠায় ছাত্র–জনতার অভ্যুত্থানের একটি গ্রাফিতির পাশাপাশি আগের মতো ‘বড়োদের সম্মান করো’, বাণীটি রয়েছে। সূত্র : প্রথম আলো

ট্যাগ :

This will close in 6 seconds

নতুন পাঠ্যবই

‘আমাদের জাতির পিতা’ বাদ, নতুন অধ্যায় ‘আমাদের চার নেতা’

আপডেট সময় : ১২:২১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫

নতুন শিক্ষাবর্ষ শুরু হয়েছে বুধবার (০১ জানুয়ারি)। রাজনৈতিক পটপরিবর্তনের পর এবার নতুন শিক্ষাক্রম স্থগিত করে ২০১২ সালের শিক্ষাক্রমের আলোকে শিক্ষার্থীদের পাঠ্যবই দেওয়া হচ্ছে।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ৪১ জন বিশেষজ্ঞ দিয়ে ৪৪১টি পাঠ্যবই পরিমার্জন করেছে। এতে অনেক বিষয়বস্তু সংযোজন-বিয়োজন হয়েছে। বেশ কিছু গদ্য, প্রবন্ধ, উপন্যাস ও কবিতা বা বিষয়বস্তু বাদ দেওয়া হয়েছে। পাশাপাশি নতুন করে স্থান পেয়েছে জুলাইয়ে ছাত্র–জনতা অভ্যুত্থানের বিষয়বস্তুসহ নতুন কিছু গল্প-কবিতা। এই গণ-অভ্যুত্থানের গ্রাফিতিও পাঠ্যবইয়ে যুক্ত করা হয়েছে।

নতুন শিক্ষাবর্ষে তৃতীয় শ্রেণির ‘বাংলাদেশ ও বিশ্বপরিচয়’ বইয়ে ‘আমাদের চার নেতা’ নামে নতুন একটি অধ্যায় যুক্ত করা হয়েছে। এই চার নেতা হলেন শেরেবাংলা এ কে ফজলুল হক, মাওলানা আবদুল হামিদ খান ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

ওই অধ্যায়ে প্রত্যেকের ছবিসহ তাদের সম্পর্কে সংক্ষিপ্ত জীবনী তুলে ধরা হয়েছে। গত বছর তৃতীয় শ্রেণির ‘বাংলাদেশ ও বিশ্বপরিচয়’ বইয়ে থাকা ‘আমাদের জাতির পিতা’ অধ্যায়টি এবারের পাঠ্যবইয়ে নেই।

পাঠ্যবইয়ের পরিবর্তনের বিষয়ে গত সোমবার এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক এ কে এম রিয়াজুল হাসান বলেছিলেন, এবার বাংলা-ইংরেজি বইয়ে জুলাই বিপ্লবের বিষয় যুক্ত করা হয়েছে। ইতিহাসে মুক্তিযুদ্ধে অন্য নায়কদের আগে অবহেলা করা হয়েছে। এবার তাদেরও গুরুত্ব দেওয়া হয়েছে। অতিবন্দনাও পরিহার করা হয়েছে।

বইয়ে স্বাধীনতার ঘোষণা যেভাবে আছে

নতুন পাঠ্যবইয়ে স্বাধীনতার ঘোষণার বিষয়টি নতুনভাবে রাখা হয়েছে। পঞ্চম শ্রেণির নতুন এই বইয়ে একই অধ্যায়ের ‘পাকিস্তানি বাহিনীর গণহত্যা’ শীর্ষক লেখায় বলা হয়েছে, ‘…পাকিস্তানি সেনাবাহিনী এই আক্রমণের নাম দিয়েছিল “অপারেশন সার্চলাইট”। ঐ রাতেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়। ২৬শে মার্চ তারিখে মেজর জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট বেতারকেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। এরপর তিনি ২৭শে মার্চ তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে আবারও স্বাধীনতার ঘোষণা দেন। শুরু হয় মুক্তিযুদ্ধ।’

চতুর্থ শ্রেণির ‘বাংলাদেশ ও বিশ্বপরিচয়’ পাঠ্যবইয়েও স্বাধীনতার ঘোষণার বিষয়টি রয়েছে। এই বইয়ে ‘১৯৭১ সালের মুক্তিযুদ্ধ’ শীর্ষক লেখায় বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের ছবির পাশাপাশি মেজর জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দেওয়ার ছবি স্থান পেয়েছে।

ছাপা বইয়ে শহীদের নাম ভুল, অনলাইনে সংশোধন

পঞ্চম শ্রেণির আমার বাংলা বইয়ে ‘আমরা তোমাদের ভুলব না’ শীর্ষক প্রবন্ধে প্রায় ২০০ বছর আগে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে শহীদ মীর নিসার আলী তিতুমীর থেকে শুরু করে এ বছরের জুলাইয়ে ছাত্র–জনতার অভ্যুত্থান পর্যন্ত বিভিন্ন পর্যায়ে শহীদদের স্মরণ করা হয়েছে। ছাত্র–জনতার অভ্যুত্থানের শহীদ আবু সাঈদ ও মীর মাহফুজুর রহমান মুগ্ধর ছবিও যুক্ত করা হয়েছে এতে। তবে ছাপা বইয়ের এই অংশে থাকা কয়েকজন শহীদের নামের সঙ্গে ‘নাহিয়ান’ নামে একজনের নামও ছাপা হয়েছে। তবে ভুলটি ধরা পড়ায় এনসিটিবির ওয়েবসাইটে দেওয়া পাঠ্যবইয়ের অনলাইন সংস্করণে সংশোধন করে ‘নাফিসা’ নামটি যুক্ত করা হয়েছে।

ছাত্র–জনতার অভ্যুত্থানের গ্রাফিতি পাঠ্যবইয়ে

বিনা মূল্যের পাঠ্যবইয়ে এবার যুক্ত হয়েছে ছাত্র–জনতার অভ্যুত্থানের গ্রাফিতি বা দেয়ালে আঁকা ছবি। পাঠ্যবইয়ের পেছনের প্রচ্ছদে থাকা ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ও তার উদ্ধৃতি বাদ দেওয়া হয়েছে। তবে আগের মতো চিরন্তন বাণী বইয়ের পেছনের পৃষ্ঠায় আছে। যেমন প্রথম শ্রেণির বাংলা বইয়ে (আমার বাংলা বই) পেছনের পৃষ্ঠায় ছাত্র–জনতার অভ্যুত্থানের একটি গ্রাফিতির পাশাপাশি আগের মতো ‘বড়োদের সম্মান করো’, বাণীটি রয়েছে। সূত্র : প্রথম আলো